Header Ads

মহারাষ্ট্ৰ, কৰ্নাটক, কেরল এবং তামিলনাডুর বেশ কিছু বন্যা প্লাবিত এলাকায় যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে উদ্ধারকাজ

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ গত কয়েকদিনে অবিরাম বৃষ্টিতে বন্যায় প্লাবিত মহারাষ্ট্ৰ, কৰ্নাটক, কেরল এবং তামিলনাডুর বেশ কিছু এলাকা। ভারতীয় সেনা জওয়ান, নৌসেনা, বায়ু সেনারা মিলে উদ্ধার অভিযান চালাচ্ছে। ১২৩ টি উদ্ধারকারীর দল গঠন করা হয়েছে। বন্যা প্লাবিত চারটে রাজ্যের ১৬ টি জেলায় উদ্ধারকারীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে ১৫ হাজারের ও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্ৰস্থদের মধ্যে হেলিকপ্টার থেকে খাবার দেওয়া হচ্ছে। শুক্ৰবার মহারাষ্ট্ৰের সিরল এবং সাংলি জেলায় উদ্ধার অভিযানের জন্য অন্ততপক্ষে ৯ টি উদ্ধারকারীর দল নামানো হয়েছে। 
 ছবি, সৌঃ এএনআই


কেরলের এলিপি, এৰ্নাকুলাম, পাঠানামথিট্টা, ইডুক্কি, মালাপুরম, ওয়ানাড, কন্নর এবং কোজিকোড জেলায় ৮টি ইঞ্জিনিয়ার টাস্ক ফোৰ্স সমেত ২৪ উদ্ধারকারীর দল পাঠানো হয়েছে। তামিলনাড়ুর নিলগিরিতে ৬টি উদ্ধারকারীর দল যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করছে। মহারাষ্ট্ৰ, কৰ্নাটক, কেরল এবং তামিলনাডুতে লাগাতার বৃষ্টিতে নদীর জলে বেড়ে প্লাবিত হয়েছে রাজ্যগুলির বিশাল এলাকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.