Header Ads

ট্রেনের পর এবার দিল্লি - লাহোর বাস পরিষেবা বন্ধ করল পাকিস্তান

 ছবি, সৌঃ আন্তর্জাল
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
ভারত ও পাকিস্তানের মধ্যে ট্রেন পরিষেবা ছাড়াও চালু ছিল বাস পরিষেবা । দিল্লি থেকে লাহোর যেত বাস । বাসের নাম ছিল ' দোস্তি '। এবারে ট্রেন পরিষেবা বন্ধের পর পাকিস্তান বন্ধ করে দিল এই বাস পরিষেবাও।




পাকিস্তানের যোগাযোগ ও ডাক মন্ত্রী মুরাদ সৈয়দ জানিয়েছেন, বুধবার পাকিস্তানের জাতীয় সুরক্ষা কমিটির বৈঠকের পর তাঁরা এই বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।




১৯৯৯ সালে শুরু হয়েছিল এই বাস পরিষেবা । ২০০১ সালে সংসদ ভবনে হামলার পর বন্ধ  করে দেওয়া হয় এই পরিষেবা । ফের ২০০৩ সালে চালু করা হয়েছিল এই বাস পরিষেবা ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.