Header Ads

জাকির নায়েকের বক্তৃতার ওপর নিষেধাজ্ঞা মালয়েশিয়ায়

নয়া ঠাহর প্রতিবেদন : বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের বক্তৃতার ওপর নিষেধাজ্ঞা জারি করল মালয়েশিয়া সরকার।গত ৩ আগস্ট মালয়েশিয়ায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নিয়ে  বিতর্কিত মন্তব্যের জেরে জাকিরের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
মালয়েশিয়া পুলিশের কর্পোরেট কমিউনিকেশনের প্রধান আসমাওয়াতি আহমেদ নিষেধাজ্ঞার কথা জানিয়ে বলেছেন,  জাতীয় সুরক্ষা ও জাতিগত সম্প্রতি বজায় রাখার স্বার্থে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 
মালয়েশিয়ার কোটা বারুইপুর শহরে এক বক্তৃতায় জাকির নায়েক ভারতের মুসলমানদের সঙ্গে মালয়েশিয়ার হিন্দুদের অবস্থার তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন, ভারতের মুসলমানদের তুলনায় মালয়েশিয়ার হিন্দুরা ১০০ শতাংশের ওপর সুযোগ-সুবিধা ভোগ করেন। জাকির আরো বলেছিলেন, মালয়েশিয়ার হিন্দুরা মালয়েশিয়ার়ে প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মোহাম্মদের তুলনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বেশি আনুগত্য প্রকাশ করেন। জাকিরের এইসব মন্তব্যের জেরে জোরদার সমালোচনার ঝড় ওঠে মালয়েশিয়া জুড়ে।
মালয়েশিয়া পুলিশের এক জৈষ্ঠ আধিকারিক নুর মুশার জানিয়েছেন, জাকিরের বিরুদ্ধে ১৫০ টির বেশি অভিযোগ রয়েছে। গত শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মোহাম্মদ জানিয়েছিলেন, বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের মালয়েশিয়ার নাগরিকত্ব বাতিল করতে পারে সরকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.