নতুন ব্যবস্থায় জম্মু ও কাশ্মীরের মানুষের সৰ্বাঙ্গিন উন্নতির আশ্বাস দিলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা এবং ৩৫ এ বিলোপ হয়েছে। জম্মু ও কাশ্মীরের জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হবে। শ্যামাপ্ৰসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন আজ পূরণ হয়েছে। সৰ্দার বল্লভ ভাই প্যাটেলের স্বপ্ন পূরণ হয়েছে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন প্ৰধানমন্ত্ৰী। ৩৭০ ধারা থাকাকালিন উপত্যকার মানুষের কি লাভ হয়েছে? প্রশ্ন তোলেন প্ৰধানমন্ত্ৰী। উপত্যকার চারদিকে শুধু সন্ত্ৰাসবাদ, বিচ্ছিন্নতাবাদী, ভ্ৰষ্টাচার ছিল। নতুন ব্যবস্থায় জম্মু ও কাশ্মীরের মানুষের উন্নতি হওয়ার আশ্বাস দিয়েছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি।
ছবি, সৌঃ এএনআই
কাশ্মীরবাসীরা এতোদিন ধরে যে অধিকার থেকে বঞ্চিত ছিলেন এখন তাদের স্বপ্ন পূরণ হবে। স্বাভীবিক হবে জম্মু ও কাশ্মীরের জনজীবন। জম্মু ও কাশ্মীরের শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত ছিল। দেশের বাকি রাজ্যগুলিতে মেয়েরা যা শিক্ষা পাচ্ছে তা থেকে কাশ্মীরের মেয়েরা বঞ্চিত ছিল। সাফাই কর্মচারীরা বঞ্চিত ছিল। ৩ দশক ধরে কাশ্মীরের মানুষদের ব্যবহার করেছে পাকিস্তান। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ হওয়াতে সেখানে সন্ত্ৰাস কমবে। আইন তৈরি হয় মানুষের ভালোর জন্য। ৩৭০, ৩৫ এ এখন ইতিহাস হয়েছে। নতুন ব্যবস্থায় কেন্দ্ৰ সরকারের লক্ষ্য থাকবে রাজ্যের কৰ্মচারীরা অন্যান্যরাজ্যের মতোই তারাও সমান সুবিধা পাবেন। এলটিসি, হাউস রেন্ট অ্যালাউন্স, শিশুর শিক্ষা স্কিম, হেলথ স্কিম থাকবে। এতোদিন তারা পেতেন না। খুব শিগগির এই সুবিধাগুলো দেওয়া হবে। জম্মু ও কাশ্মীর ও লাদাখে সব কেন্দ্ৰ এবং রাজ্যে খালি পদগুলি ভরানোর প্ৰক্ৰিয়া চালু করা হবে।
জম্মু ও কাশ্মীরকে কেন্দ্ৰ সরকারের সঙ্গে প্ৰত্যক্ষভাবে শাসনের অধীনে রাখার সিদ্ধান্ত অনেক ভেবে চিন্তে নেওয়া হয়েছে। যেসব পরিকল্পনা এতোদিন কাগজে ছিল সেগুলো এখন তা বাস্তবে পরিণত হবে। নতুন কৰ্মসংস্কৃতি আনার চেষ্টা করা হচ্ছে। আইআইটি, আইআইএম, এইমস, পাওয়ার প্ৰজেক্টস, ইরিগেশন প্ৰজেক্ট সব কাজে গতি এসেছে। যোগাযোগ, সড়ক রেল লাইন, বিমানবন্দর আধুনিকিকরণ সমস্ত কিছুতে জোর গতি আনার চেষ্টা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরবাসী দশকের পর দশক ধরে বিধানসভা পঞ্চায়েত নিৰ্বাচনে ভোট দিতে পারতেন না। মোদি বলেন-‘‘আপনাদের জনপ্ৰতিনিধি আপনারাই চয়ন করবেন। আগের মতোই বিধায়ক হবে, মন্ত্ৰী পরিষদ হবে।এই নতুন ব্যবস্থায় আমরা সকলে সন্ত্ৰাসবাদি থেকে জম্মু ও কাশ্মীরকে মুক্ত করতে পারবো। নতুন ব্যবস্থায় জম্মু ও কাশ্মীরের মানুষ নতুন উদ্যম নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।’’
জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সৰ্বাঙ্গিন উন্নয়নে কেন্দ্ৰ সরকারকে যাতে উপত্যকাবাসী সহযোগিতা করেন তার জন্য আহ্বান করেছেন প্ৰধানমন্ত্ৰী।
জম্মু ও কাশ্মীরকে কেন্দ্ৰ সরকারের সঙ্গে প্ৰত্যক্ষভাবে শাসনের অধীনে রাখার সিদ্ধান্ত অনেক ভেবে চিন্তে নেওয়া হয়েছে। যেসব পরিকল্পনা এতোদিন কাগজে ছিল সেগুলো এখন তা বাস্তবে পরিণত হবে। নতুন কৰ্মসংস্কৃতি আনার চেষ্টা করা হচ্ছে। আইআইটি, আইআইএম, এইমস, পাওয়ার প্ৰজেক্টস, ইরিগেশন প্ৰজেক্ট সব কাজে গতি এসেছে। যোগাযোগ, সড়ক রেল লাইন, বিমানবন্দর আধুনিকিকরণ সমস্ত কিছুতে জোর গতি আনার চেষ্টা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরবাসী দশকের পর দশক ধরে বিধানসভা পঞ্চায়েত নিৰ্বাচনে ভোট দিতে পারতেন না। মোদি বলেন-‘‘আপনাদের জনপ্ৰতিনিধি আপনারাই চয়ন করবেন। আগের মতোই বিধায়ক হবে, মন্ত্ৰী পরিষদ হবে।এই নতুন ব্যবস্থায় আমরা সকলে সন্ত্ৰাসবাদি থেকে জম্মু ও কাশ্মীরকে মুক্ত করতে পারবো। নতুন ব্যবস্থায় জম্মু ও কাশ্মীরের মানুষ নতুন উদ্যম নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।’’
জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সৰ্বাঙ্গিন উন্নয়নে কেন্দ্ৰ সরকারকে যাতে উপত্যকাবাসী সহযোগিতা করেন তার জন্য আহ্বান করেছেন প্ৰধানমন্ত্ৰী।
কোন মন্তব্য নেই