Header Ads

গুয়াহাটিতে দ্য গ্রেট খলি,বব একাডেমীর উদ্বোধন



নয়া ঠাহর প্রতিবেদন । ডাব্লিউডাব্লিউইর বিশ্ব বিখ্যাত যোদ্ধা দ্য গ্রেট খলি বুধবার গুয়াহাটিতে এসে উপস্থিত হন ।এদিন তিনি বব ফিটনেস জিমের  উদ্বোধন করেন। নগরের হোটেল পেলেশিয়াতে  একাডেমির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।এতে ব্যায়ামাশালা, পুষ্টি এবং শারীরিক ব্যবহারের বিভিন্ন পাঠ্যক্রম থাকবে।২.৫ মাস থেকে  ৬ মাস পর্যন্ত বিভিন্ন পাঠ্যক্রম থাকবে। এখানে ফিটনেস, প্রশিক্ষণ,যোগাসন,মধুমেহ শিক্ষা ও কিছু স্বীকৃত পাঠ্যক্রম  শিক্ষা দেওয়া হবে।এই একাডেমি নগরের  উলুবাড়িতে  অবস্থিত।ফিটনেস ও সুস্বাস্থ্য ক্ষেত্রে এটা একটা নতুন মাত্রা যোগ করবে পারবে বলে আশা করা হচ্ছে।এদিন উত্তর পূর্বাঞ্চলের ফিটনেসের উদ্যেগে বিভিন্ন সমস্যার ওপর আলোচনা করা হয়।  দশম শ্রেণী উত্তীর্ণ ছাত্র ছাত্রীরাও এখানে অংশগ্রহণ করতে পারে। বিশ্ব শরীর চর্চা সংস্থার প্রাক্তন সভাপতি তথা বিশ্ব প্রসিদ্ধ ফিটনেস গুরু প্রদীপ  বাবা মাধব  রয়েছেন ।  মুখ্য সঞ্চালক ও প্রতিষ্ঠাপক হিসেবে রয়েছেন নীলাক্ষী চৌধুরী। বিশ্বের বিভিন্ন প্রান্তের জিম প্রশিক্ষসককে প্রশিক্ষণের জন্য আনা হবে উক্ত একাডেমিতে ।এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব বিখ্যাত যোদ্ধা দ্য গ্রেট খলি ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.