Header Ads

জম্মু ও কাশ্মীরে বর্তমানে অঘোষিত শাসক হচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল


নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ সোমবার রাজ‍্যসভায় কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, উপত‍্যকার প্রশাসনিক পরিকাঠামো নতুন করে গঠনের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালই দেখাশোনা করবেন। মঙ্গলবারই তিনি কাশ্মীর চলে যান। তারপর থেকেই দেখা যাচ্ছে, কখনও তিনি রাজ‍্যপালের সঙ্গে দেখা করছেন, কখনও তিনি বিএসএফ নয়তোবা সিআরপিএফ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন, কখনও বা কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের আস্থা অর্জন করার চেষ্টা করছেন। 

শনিবার ও অনন্তনাগে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমানে তিনিই উপত‍্যকার অঘোষিত শাসক। 

একদিন বাদেই ঈদ। ঈদের আগে সমগ্র ভূস্বর্গকে স্বাভাবিক ছন্দে ফেরাতে চাইছে কেন্দ্র। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উপত‍্যকা। শ্রীনগর এবং আশেপাশের এলাকায় খোলা হয়েছে ইন্টারনেট পরিষেবা। খুলেছে বাজার হাট, স্কুল, কলেজ, ব‍্যাংক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.