Header Ads

রাজনাথের প্রচ্ছন্ন হুঁশিয়ারি পাকিস্তানকে, দরকারে পরমাণু নীতিতে বদল


 ছবি, সৌঃ আন্তর্জাল
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রথম মৃত্যু বার্ষিকীতে রাজস্থানের পোখরান যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ । পোখরানে তিনি বলেন, এখনও অবধি পরমাণু অস্ত্র ব্যবহারের প্রশ্নকে ভারতের নীতি হল ' নো ফার্স্ট ইউজ '। তার মানে ভারত কখনই আগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না । কিন্তু ভবিষ্যতে কি হবে তা তখনকার পরিস্থিতির উপর নির্ভর করবে ।
পাকিস্তানের তরফে ক্রমাগত সামরিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুমকির জেরে রাজনাথের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মতো প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আরো  মত , হয়তো নীতি বদলের কৌশলগত ইঙ্গিত দিয়ে রাখলেন রাজনাথ, নয়তো পাকিস্তানের হুমকির জেরে সেফ্র পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখলেন ।

অটল বিহারী বাজপেয়ী বা মনমোহন সিংহের আমলেও ' কখনই ভারত আগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না '-নীতি বজায় ছিল ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.