বেঙ্গালুুতে নিয়ন্ত্ৰণ হারিয়ে বেপড়োয়া গাড়ি উঠে পড়ল ফুটপাথে, বেশ কয়েকজন আহত
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ কৰ্নাটকের বেঙ্গালুরুতে ঘটল ভয়ঙ্কর এক দুৰ্ঘটনা। একটি দ্ৰুতবেগী বেপড়োয়া গাড়ি নিয়ন্ত্ৰণ হারিয়ে উঠে পড়ল ফুটপাথের ওপর। গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ।
এই দুৰ্ঘটনায় ফুটপাথে পথচলতি বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের তৎক্ষনাৎ স্থানীয় হাসপাতালে ভৰ্তি করা হয়েছে। মদ্যপ গাড়ির চালককে পুলিশ আটক করেছে। থানায় দায়ের হয়েছে একটি এফআইআরও। সিসিটিভি ক্যামেরায় বন্দী সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ছবি, সৌঃ এএনআই
এই দুৰ্ঘটনায় ফুটপাথে পথচলতি বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের তৎক্ষনাৎ স্থানীয় হাসপাতালে ভৰ্তি করা হয়েছে। মদ্যপ গাড়ির চালককে পুলিশ আটক করেছে। থানায় দায়ের হয়েছে একটি এফআইআরও। সিসিটিভি ক্যামেরায় বন্দী সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কোন মন্তব্য নেই