Header Ads

কাশ্মীর ইস্যুতে তালিবানের সমর্থন জোটাতে পারলেন না ইমরান

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
ক্রিকেট মাঠের বাইশ গজে কেরামতি দেখালেও, যাদের সাহায্য করে এসেছে পাকিস্তান বরাবর সেই তালিবানের সমর্থনই কাশ্মীর ইস্যুতে জোটাতে পারলেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ সাফ জানিয়ে দিয়েছেন, আফগানিস্তানের আর কাশ্মীরের সমস্যা এক নয় । দু'টি ইস্যু সম্পূর্ণ আলাদা ।

                                                                ছবি, সৌঃ আন্তৰ্জাল
এক কদম এগিয়ে তালিবান মুখপাত্র আবেদন জানিয়ে বলেছেন, ভারত ও পাকিস্তান দুই দেশই যাতে এমন কোন পদক্ষেপ না নেয় যাতে হিংসার সৃষ্টি হয় । জটিলতা বাড়ে এবং কাশ্মীরিদের অধিকার খর্ব হয় । পাকিস্তান সেনার বক্তব্য ছিল, কাশ্মীরে তাদের দায়বদ্ধতা প্রমাণ করতে তারা অনেকদূর পর্যন্ত যেতে প্রস্তুত । কিন্তু, তালিবান ঠিক  পাকিস্তান সেনার উল্টো সুর গাইল।


জঙ্গি সংগঠন হিসাবেই সারা বিশ্বের পরিচিতি তালিবানের। সেই তালিবানেরই মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ বললেন, যুদ্ধ ও সংঘর্ষ থেকে তারা অনেক তিক্ততা দেখতে পেয়েছেন। তাই তারা শান্তির জন্য আবেদন করছেন ।


আমেরিকা কাশ্মীর সমস্যাকে আফগানিস্তানের সমস্যার সঙ্গে তুলনা করেছিল। এর জেরে তালিবান মুখপাত্রের মন্তব্য , কেউ কেউ আফগানিস্তানের সঙ্গে কাশ্মীরের তুলনা করছেন, কিন্তু দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.