কাশ্মীর ইস্যুতে দু’দেশকেই সংযত হওয়ার আৰ্জি রাষ্ট্ৰপুঞ্জের
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ রাষ্ট্ৰপুঞ্জের কাছে ঠেকা খেল পাকিস্তান। কাশ্মীর ইস্যু নিয়ে মধ্যস্থতা তো দূরের কথা বরং শিমলা চুক্তির কথা টেনে বৃহস্পতিবার রাষ্ট্ৰপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস ভারত এবং পাকিস্তানকে কাশ্মীর নিয়ে যথাসম্ভব সংযম রাখার অনুরোধ জানিয়েছেন। কাশ্মীর সমস্যা নিয়ে মধ্যস্থতার জন্য বরাবরই রাষ্ট্ৰপুঞ্জের দ্বারস্থ হয়েছে প্ৰতিবেশী দেশ পাকিস্তান। সম্প্ৰতি কাশ্মীরে ৩৭০ বিলোপের বিরোধিতা করে পাকিস্তান ফের রাষ্ট্ৰপুঞ্জের দ্বারস্থ হয়।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
রাষ্ট্ৰপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের কাছে এ নিয়ে চিঠিও লিখেছেন পাকিস্তানের বিদেশমন্ত্ৰী শাহ মেহমুদ কুরেশি। কিন্তু গুতেরেস সাফ জানিয়ে দেন কাশ্মীর নিয়ে কোনও রকম মধ্যস্থতা নয়। কিন্তু কেন তিনি কাশ্মীর নিয়ে মধ্যস্থতা নাকচ করলেন। তাঁর কথায়, ১৯৭২ সালে সিমলা চুক্তি অনুযায়ী কাশ্মীর ইস্যু একটি দ্বিপাক্ষিক বিষয়। এর মধ্যে মধ্যস্থতাকারীর কোনও জায়গা নেই। অৰ্থাৎ চুক্তির বাইরে যে রাষ্ট্ৰসংঘ যাবে না তা গুতেরেসের কথা থেকেই স্পষ্ট। বৰ্তমান পরিস্থিতিতে দুপক্ষেরই সংযত থাকা উচিত। কিন্তু ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পৰ্ক ছিন্ন করে কূটনৈতিক সম্পৰ্কের ধাক্কা দিয়ে ইমরান প্ৰশাসন যে আত্মঘাতী খেলায় মেতেছে তা বলাই বাহুল্য। তারা যে রাষ্ট্ৰসংঘের পরামৰ্শ মেনে সংযত হবে তা বিশ্বাস করাটা কঠিন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কোন মন্তব্য নেই