Header Ads

মেঘালয়ের ইংরেজি দৈনিক 'শিলং টাইমস '- পা দিল ৭৫ বছরে


নয়া ঠাহর প্ৰতিবেদন, শিলংঃ মেঘালয়ের ইংরেজি দৈনিক 'শিলং টাইমস '- পা দিল ৭৫ বছরে। ইংরেজি দৈনিকের প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখছেন ‘শিলং টাইমস’-এর সম্পাদক পেট্ৰিশিয়া মুখিম।  ডোনার মন্ত্ৰী জিতেন্দ্ৰ সিং, মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমা প্ৰমুখ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.