মেঘালয়ের ইংরেজি দৈনিক ' শিলং টাইমস '-এর প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন
ননীগোপাল ঘোষ, শিলংঃ
মেঘালয়ের বহুল প্রচারিত ইংরেজি দৈনিক ' শিলং টাইমস '-এর প্ল্যাটিনাম জয়ন্তী উৎসবের সূচনা হল শুক্রবার । গোটা উত্তর-পূর্ব ভারতে বহুল প্রচারিত ইংরেজি দৈনিকের অন্যতম শিলং টাইমস।
আজ থেকে ঠিক ৭৫ বছর আগে পথ চলা শুরু হয়েছিল শিলং টাইমসের। ধীরে ধীরে আজ এই পত্রিকা সংবাদ পরিবেশনায় নির্ভিকতার প্রতীক হয়ে উঠেছে । সংবাদ পরিবেশনে যে সততার প্রত্যয় নিয়ে পথ চলা শুরু করেছিল শিলং টাইমস, সেই প্রত্যয় থেকে কখনও বিচ্যুত হয়নি।
পথ চলা শুরু হয়েছিল সাপ্তাহিক পত্রিকা হিসাবে । এস বি চৌধুরীর হাত ধরে এর যাত্রা শুরু । ১৯৪৫ সালে শিলঙের মতো পাহাড়ি শহর থেকে সংবাদপত্র বের করা বেশ কঠিন ব্যাপার ছিল। কিন্তু, সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নির্ভিক সাংবাদিকতার নির্দশন রেখে গেছেন এস বি চৌধুরী ।
১৯৬১ সালে পার্শ্ব নাথ চৌধুরী শিলং টাইমসের স্বত্ব কিনে নেন। ১৯৭০ সালে পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে পালিত হয় রজত জয়ন্তী উৎসব। তখনকার অবিভক্ত আসাম ও নাগাল্যান্ডের রাজ্যপাল ব্রজ কুমার নেহরু রজত জয়ন্তী উৎসবের সূচনা করেছিলেন ।
১৯৯৪ সালে শিলং টাইমসের ৫০ বছরের যাত্রা পূর্তি হয় । এর আগে ১৯৭৮ সালে পার্শ্বনাথ চৌধুরীর আকস্মিক প্রয়াণের জেরে পত্রিকার দায়ভার কাঁধে তুলে নেন তাঁর সুযোগ্য পুত্র মানস চৌধুরী । স্বর্ণ জয়ন্তী উৎসবের সূচনা করেছিলেন মেঘালয়ের তৎকালীন রাজ্যপাল মধুকর দিঘে।
২০০৪ সালে পত্রিকার ৬০ বছর পূর্তি উপলক্ষে উৎসবের সূচনা হয় গুয়াহাটিতে। সেবার উৎসবের সূচনা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ডাঃ মনমোহন সিংহ ।
প্রথিতযশা সাংবাদিক পদ্মশ্রী মানস চৌধুরী শিলং টাইমসকে এক নির্ভিক ও আপোসহীন সংবাদপত্র হিসাবে গড়ে তুলেছেন । শত বাধা বিঘ্নের মধ্যেও শিঁড়দারা সোজা করে এগিয়ে চলেছে বহুল প্রচলিত শিলং টাইমস । বর্তমানে মানস চৌধুরী শিলং টাইমস পত্রিকা গোষ্ঠীর ম্যানেজিং ডাইরেক্টর । সম্পাদক আরেক প্রথিতযশা সাংবাদিক পদ্মশ্রী প্যাট্রিসিয়া মুখিম।
শুক্রবার ৭৫ বছরের উৎসবের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং । মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা ।
পথ চলা শুরু হয়েছিল সাপ্তাহিক পত্রিকা হিসাবে । এস বি চৌধুরীর হাত ধরে এর যাত্রা শুরু । ১৯৪৫ সালে শিলঙের মতো পাহাড়ি শহর থেকে সংবাদপত্র বের করা বেশ কঠিন ব্যাপার ছিল। কিন্তু, সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নির্ভিক সাংবাদিকতার নির্দশন রেখে গেছেন এস বি চৌধুরী ।
১৯৬১ সালে পার্শ্ব নাথ চৌধুরী শিলং টাইমসের স্বত্ব কিনে নেন। ১৯৭০ সালে পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে পালিত হয় রজত জয়ন্তী উৎসব। তখনকার অবিভক্ত আসাম ও নাগাল্যান্ডের রাজ্যপাল ব্রজ কুমার নেহরু রজত জয়ন্তী উৎসবের সূচনা করেছিলেন ।
১৯৯৪ সালে শিলং টাইমসের ৫০ বছরের যাত্রা পূর্তি হয় । এর আগে ১৯৭৮ সালে পার্শ্বনাথ চৌধুরীর আকস্মিক প্রয়াণের জেরে পত্রিকার দায়ভার কাঁধে তুলে নেন তাঁর সুযোগ্য পুত্র মানস চৌধুরী । স্বর্ণ জয়ন্তী উৎসবের সূচনা করেছিলেন মেঘালয়ের তৎকালীন রাজ্যপাল মধুকর দিঘে।
২০০৪ সালে পত্রিকার ৬০ বছর পূর্তি উপলক্ষে উৎসবের সূচনা হয় গুয়াহাটিতে। সেবার উৎসবের সূচনা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ডাঃ মনমোহন সিংহ ।
প্রথিতযশা সাংবাদিক পদ্মশ্রী মানস চৌধুরী শিলং টাইমসকে এক নির্ভিক ও আপোসহীন সংবাদপত্র হিসাবে গড়ে তুলেছেন । শত বাধা বিঘ্নের মধ্যেও শিঁড়দারা সোজা করে এগিয়ে চলেছে বহুল প্রচলিত শিলং টাইমস । বর্তমানে মানস চৌধুরী শিলং টাইমস পত্রিকা গোষ্ঠীর ম্যানেজিং ডাইরেক্টর । সম্পাদক আরেক প্রথিতযশা সাংবাদিক পদ্মশ্রী প্যাট্রিসিয়া মুখিম।
শুক্রবার ৭৫ বছরের উৎসবের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং । মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা ।
কোন মন্তব্য নেই