Header Ads

বনবিভাগ ও সামাজিক বনানীকরন বিভাগের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : ৭৩তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে হাইলাকান্দি ১৫৪নং জাতীয় সড়ক অর্থাৎ বাইপাসের পার্শ্ববর্তী এলাকার রাস্তার পাশে হাইলাকান্দি বনবিভাগ ও সামাজিক বনাণীকরণ বিভাগের যৌথ উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দির জেলা উপায়ুক্ত জে. কীর্তি।দশটি চারাগাছ রোপণ করে এই অনুষ্ঠানের সূচনা করেন তিনি। 
বনবিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি আগামীতেও পরিবেশ রক্ষায় এধরনের উদ্যোগ নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও হাইলাকান্দি শহরের প্রাকৃতিক পরিবেশ তথা সৌন্দর্য বর্ধিত করার লক্ষ্যে বৃক্ষরোপণের উপর বিশেষ গুরুত্ব দেন তিনি। উল্লেখ্য, এই বৃক্ষরোপণ কর্মসূচিতে রাস্তার দুপাশে প্রায় তিনশোটি বৃক্ষের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইলাকান্দির ডিএফও ডি বিশ্বাস ও সাবির আহমেদ চৌধুরী, রেঞ্জার অলক রঞ্জন দেব ও সুখদেব সাহা সহ  বনবিভাগের অন্যান্য কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.