Header Ads

এন ই ফোকাস ডট কমের তৃতীয় বর্ষপূর্তি



নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি। এনইফোকাস ডট কম ওয়েব পোর্টালটি তিন বছর পরিক্রমা সম্পন্ন করে চতুর্থ  বছরে পদার্পণ করল  স্বাধীনতা দিবসের দিন। উল্লেখ্য যে বিগত ২০১৬ সালের আসামের সংবাদ জগতে আত্মপ্রকাশ করেছিল আসাম তথা উত্তর-পূর্বাঞ্চলের প্রথম ইতিবাচক খবর সমৃদ্ধ নিউজ পর্টাল এনইফোকাস ডট কম ।যুব সাংবাদিক সংগীতা শইকিয়ার ব্যক্তিগত প্রচেষ্টায় জন্ম লাভ করা পোর্টালটি ইতিবাচক খবর এর দ্বারা সমাজে এক নতুন দিগন্তের সূচনা করতে সক্ষম হয়েছে ।চাঞ্চল্য সৃষ্টি করে নেতিবাচক খবরের মাঝে ইতিবাচক খবরগুলি হারিয়ে যাবার সময়এই পোর্টেলটির দ্বারা লোকের মাঝেও  এক বিশেষ স্থান দখল করেছে। উল্লেখ্য যে এনই ফোকাস ডট কম সব সময় সঠিক তথ্য সমৃদ্ধ খবর প্রকাশ করে আসছে যার ফলস্বরূপ এর ভিজিটর সংখ্যা ৮ লাখ অতিক্রম করেছে। অনুসন্ধানমূলক এবং সমাজের মধ্যে জনমত গঠন করতে পারা খবর প্রকাশ করে এনি ফোকাস ডট কম এক ব্যতিক্রমী ধারণার সৃষ্টি করেছে।  এতে রয়েছে বিভিন্ন বিভাগ যেমন পর্যটন ,সমসাময়িক ,ফটোগ্রাফি ইত্যাদি ।এই বিভাগের দ্বারাই খবর প্রকাশ করা হয়। সমাজের সজাগতা না লেখা ও প্রকাশিত করা হয় যার দ্বারা লোকেরা উপকৃত হয়।এ সম্পর্কে এনি ফোকাস ডট কমের সম্পাদক সঙ্গীতা শইকীয়া বলে যে সচরাচর ইতিবাচক খবর খুঁজে খবর বের করাটা একটু কঠিন। কেননা দিনে দিনে ইতিবাচক খবরগুলি প্রায় হারিয়ে যাচ্ছে ।মানুষ সব সময় ইতিবাচক খবরের সন্ধানে থাকে। তবে এনইফোকাস ডটকমে প্রকাশিত খবর বিভিন্ন  খবরের কাগজ এবং বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। আগামী দিনে আরো ভালো কাজ করবার প্রতিশ্রুতি বদ্ধ বলে এক বিবৃতিতে জানিয়েছেন সঙ্গীতা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.