Header Ads

ন্যানো গাড়িকে হেলিকপ্টার বানিয়ে চমক লাগালেন বিহারের যুবক !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
 
বিহারের ছাপরা জেলার বাসিন্দা মিথিলেশ প্রসাদ। জলের পাইপের কাজ করেন বছর ২৪-এর যুবক। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল হেলিকপ্টার তৈরি করা। সেটাই করে দেখালেন তিনি। নিজের ন্যানো গাড়িকেই হেলিকপ্টারে পরিণত করেছেন মিথিলেশ। তার জন্য ৭ লক্ষ টাকা খরচও করেছেন তিনি।
এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ন্যাবো গাড়ি কী করে হেলিকপ্টার হবে। প্রশ্নটা ঠিকই।


মিথিলেশের ন্যানো গািড় হেলিকপ্টারের আদলে তৈরি হলেও হেলিকপ্টারের আদলে উড়তে পারেন না। আদলটাই শুরু হেলিকপ্টারের।
মিথিলেশ এবং তাঁর দাদা সাত মাস লাগাতর পরিশ্রম করে সাত লাখ টাকা খরচ করে গাড়িটি তৈরি করেছেন। চার চাকায় ভর করে দিব্য রাস্তা তরতরিয়ে চলে মিথিলেশের ন্যানো কপ্টার। দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করতে পেরেছেন তিনি। কিন্তু ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল হেলিকপ্টার ডিজাইন করবেন তিনি। সেই ইচ্ছে এতোদিনে পূর্ণ হল।
মিথিলেশের এই গািড় ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের প্রশংসা করতে শুরু করেছেন মিথিলেশের এই ন্যানো হেলিকপ্টার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.