Header Ads

সৌদি আরবের তেল মন্ত্ৰী খালিদ অল ফালিহ নয়াদিল্লিতে তেলমন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধানের সঙ্গে সাক্ষাৎ করলেন

নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ 



সৌদি আরবের তেল মন্ত্ৰী খালিদ অল ফালিহ বৃহস্পতিবার নয়াদিল্লিতে তেলমন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধানের সঙ্গে সাক্ষাৎ করেন। 


এদিন দুই দেশের মন্ত্ৰীই সারা বিশ্বে তেল সরবরাহের ক্ষেত্ৰে বৰ্তমান সৃষ্ট সামগ্ৰিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.