প্ৰাথমিক শিক্ষকদের বেতন পরিকাঠামোয় বদল আনার উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ কলকাতায় গত দু সপ্তাহ ধরে ধরনা আন্দোলন চালাচ্ছেন প্ৰাথমিক শিক্ষকরা। শিক্ষক সংগঠনের দীৰ্ঘদিনের দাবি, পশ্চিমবঙ্গে প্ৰাতমিক শিক্ষকদের সৰ্বভারতীয় হারে বেতন দিতে হবে। সেই আন্দোলনের জেরেই এবার প্ৰাথমিক শিক্ষকদের বেতন পরিকাঠামোয় বদল আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
ছবি, নিজস্ব
শিক্ষকদের অনশন প্ৰত্যাহারের আবেদন জানিয়ে বৃহস্পতিবার শিক্ষামন্ত্ৰী
পাৰ্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন- ইতিমধ্যেই সরকার গ্ৰেড পে ৩২০০ টাকা করার
সুপারিশ করেছে অৰ্থমন্ত্ৰকের কাছে। চেষ্টা করা হচ্ছে সেটা আরও বাড়িয়ে ৩৬০০
টাকা করা যায় কিনা।
তবে সৰ্বভারতীয় হারে বেতনের দাবিতে অনশনরত প্ৰাথমিক শিক্ষকরা রাজ্য সরকারের এই উদ্যোগে আদৌ খুশি হবেন কিনা তা এখনও অস্পষ্ট রয়েছে।
অনশনকারীদের পাশে অভিনেতা সৌমিত্ৰ চট্টোপাধ্যায়। বিষয়টিকে লজ্জার বলে মন্তব্য করেছেন তিনি।
অনশনকারীদের পাশে অভিনেতা সৌমিত্ৰ চট্টোপাধ্যায়। বিষয়টিকে লজ্জার বলে মন্তব্য করেছেন তিনি।
কোন মন্তব্য নেই