অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্ৰকাশ করার সময়সীমা বাড়াল সুপ্ৰিম কোৰ্ট
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্ৰকাশ করার সময়সীমা বাড়ল। মঙ্গলবার এ নিয়ে সুপ্ৰিম কোৰ্টে শুনানি ছিল। সেই শুনানিতে চূড়ান্ত তালিকা চলতি বছরের ৩১ জুলাইয়ের পরিবৰ্তে ৩১ আগস্টের মধ্যে এনআরসি-র তালিকার চূড়ান্ত খসড়া জমা দেওয়ার নিৰ্দেশ দিয়েছে শীৰ্ষ আদালত। খসড়া তালিকার ২০ শতাংশ ফের খতিয়ে দেখার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
সুপ্ৰিম কোৰ্টের প্ৰধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি আরএফ নরিম্যান সময়সীমা বাড়ানোর নিৰ্দেশ দিয়েছেন।
তালিকায় ভুল করে যাতে বিদেশী কোনও নাগরিকের নাম উঠে না যায়, ভুবশতঃ কারোর নাম বাদ পড়ে না যায় তার জন্য আরও কিছু সময় লাগবে বলে আদালতে জানান অ্যাটৰ্নি জেনারেল কেকে বেণুগোপাল এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা।









কোন মন্তব্য নেই