Header Ads

মমতা উৎসাহ দিয়েছেন, কাটমানি নিয়ে সমস্যার সমাধানের উপায় দিলেন দিলীপ

বিশ্বদেব চট্টোপাধ্যায় : কাটমানিতে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তা ফেরত না দিলে সমস্যার সমাধান হবে না। দিল্লিতে একথাই বলেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। অভিযুক্তদের মাফ করে দেওয়ার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এতদিন তো লোক চুপ করেই ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় উৎসাহ দিয়েছেন, কাটমানি চেয়ে নিন।
কাটমানি নিয়ে সরব সারা বাংলা। প্রতিদিনই রাজ্যের কোনও না কোনও জায়গা থেকে নেতাদের বিরুদ্ধে বিক্ষোভের খবর আসছে। অভিযোগ আগে থেকেই ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি ফেরত দিতে বলার পর থেকেই পঞ্চায়েত পর্যায়ের তৃণমূল নেতার বাড়ি ও অফিসের হামলার মতো ঘটনা ঘটেছে কিংবা গুলি চালানোর মতো ঘটনাও ঘটেছে। 
এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, দোষ হয়েছে কিনা তিনি জানেন না। কিন্তু যাঁর টাকা নেওয়া হয়েছে, শিক্ষকের চাকরি দেওয়া থেকে, অন্যরকমের সুবিধা, ঘর দেবেন বলে, সেইসব টাকা ফেরত দেবে কে। দিলীপ ঘোষের উপদেশ আগে তো কাটমানি ফেরত দিন, তারপর কথা হবে। 
অভিযুক্তদের মাফ করে দেওয়ার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এতদিন তো লোক চুপ করেই ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় উৎসাহ দিয়েছেন, কাটমানি চেয়ে নিন। তারপর থেকেই সাধারণ মানুষ কাটমানি চাইছে। মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। টাকা ফেরত দিলেই শান্তি হবে বলে মন্তব্য করেছেন তিনি। 
তাঁর অভিযোগ কাটমানির মাধ্যমে আর্থিক দুর্নীতি হয়েছে। সাধারণ মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা লুট করা হয়েছে। সেই টাকা ফেরত না দিলে এই সমস্যার সমাধান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.