নারদ ও সারদার হাত ধরে ঘায়েল হবে তৃণমূল, বিজেপি নেতা রাহুল সিনহা দিলেন চূড়ান্ত সময়সীমা
বিশ্বদেব চট্টোপাধ্যায়: দলবদলের পাশাপাশি নারদ ও সারদা ইস্যুতে তৃণমূলকে ঘায়েল করতে চায় বিজেপি। এদিন বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্যেই তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। তিনি ঘোষণা করেন, ১ মাসের মধ্যে সারদা, নারদ-সহ চিটফান্ডের নায়কদের কারাবাস শুরু হয়ে যাবে। এসম্পর্কে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে মোদী সরকার যতদূর সম্ভব যাবে।
নারদ তদন্তে কলকাতা পুরসভার আধিকারিকদের জেলার পর এবার রাজ্যের পঞ্চায়েত এবং পরিবহণ দফতরকে নোটিশ পাঠিয়েছে সিবিআই। সূত্রের খবর অনুযায়ী, পঞ্চায়েত এবং পরিবহণ দফতরের কয়েকজন আধিকারিককে জেরা করতে চায় সিবিআই। সামনে সপ্তাহেই এই জেরা হবে বলে জানা গিয়েছে। নারদ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে।
সারদা তদন্তেও অভিযোগ মিলিয়ে দেখতে জেরা পর্ব চলেছে। জেলবন্দি দেবযানী মুখোপাধ্যায়ের বয়ানও এই সপ্তাহে পরীক্ষা করে দেখেন তদন্তকারীরা।









কোন মন্তব্য নেই