আলিগড়ের মাদ্রাসায় একই সঙ্গে থাকবে মন্দির ও মসজিদ, সিদ্ধান্ত প্রাক্তন উপরাষ্ট্রপতির স্ত্রীর
বিশ্বদেব চট্টোপাধ্যায় : বছরের পর বছর ধরে দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পাশাপাশি অবস্থান করছে। অন্য অনেকের মতো সেই সৌভ্রাতৃত্বের কথা নিজের মতো করে তুলে ধরতে চান প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির স্ত্রী সালমা আনসারি। ভারতে ধর্মীয় সহনশীলতা এবং ঐতিহ্য যে বহুদিনের তার উদাহরণ তুলে ধরতে আলিগড়ের চাচা নেহরু মাদ্রাসায় একটি মন্দির এবং মসজিদ তৈরি করতে চান তিনি। এর ফলে সেখানকার পড়ুয়া শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত হবে।
আলিগড়ের চাচা নেহরু মাদ্রাসা চালান সালমা আনসারি। তিনি বলেছেন, হস্টেলের ছাত্রদের নিরাপত্তার দায় তাদের। কিন্তু তারা যখন মাদ্রাসার বাইরে মন্দির কিংবা মসজিদে যান অযাচিত ঘটনা ঘটে গেলে তার দায়ও তাদের ওপরেই এসে পড়ে। এটা ভেবেই মাদ্রাসা ক্যাম্পাসেই মসজিদ ও মন্দির গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাতে সেখানকার ছাত্র নিরাপত্তার পাশাপাশি সুরক্ষাও দেওয়া যাবে। বলেছেন তিনি।
তাঁর মতে হিন্দুস্তান গড়তে সবার মত থাকা উচিত। এখানে তিনি ছাত্রদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করতে চান। গণপ্রহারকারীদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত একটা ভাল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন সালমা আনসারি। কেননা এই ধরনের অপরাধ সমাজে ক্ষত তৈরি করে। আলিগড়ের চাচা নেহরু মাদ্রাসায় হাজারো শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থী রয়েছে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের।









কোন মন্তব্য নেই