Header Ads

কার্গিলের মতো আরেকটা যুদ্ধ হলে, সেটা পাকিস্তানের জন্য শেষ যুদ্ধ হবে : বিএস ধানোয়া

বিশ্বদেব চট্টোপাধ্যায় : কার্গিল যুদ্ধের ২০ তম বার্ষিকীতে ভারতীয় বায়ুসেনার প্রধান বি.এস ধানোয়া (BS Dhanoa) বলেন, এবার যদি আবারও কার্গিলের মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটার মুখোমুখি হওয়ার জন্য আমরা সম্পূর্ণ ভাবে প্রস্তুত। বি.এস ধানোয়া (Birender Singh Dhanoa) বলেন, ‘প্রতিটি জেনারেল এর মতো, আমি শেষ যুদ্ধ লড়ার জন্য তৈরি। যদি কার্গিলের মতো পরিস্থিতি আবার তৈরি হয়, তাহলে সেটার উপযুক্ত মোকাবিলার জন্য আমরা প্রস্তুত।”
বায়ুসেনা প্রধান বলেন, ‘দরকার পড়লে আমরা সবরকম আবহাওয়াতে বোমা নিক্ষেপ করতে পারি। এমনকি আকাশে কালো মেঘ থাকলেও আমরা সঠিক লক্ষ্যে বোমা নিক্ষেপ করতে পারি। ২৬ ফেব্রুয়ারি বালাকোট এয়ার স্ট্রাইক প্রমাণ করে দেয় যে, আমরা কতদূর থেকে সঠিক লক্ষ্য ভেদ করতে পারি।”
ধানোয়া-র মত অনুযায়ী, দেশের সেনা সব রকম পরিস্থিতিতে যুদ্ধের জন্য তৈরি। তিনি বলেন, পুলওয়ামা হামলার পর বালাকোটে বায়ুসেনা যেভাবে মিশন কমপ্লিট করেছিল, সেটা আমাদের টিম ওয়ার্ক এবং আমাদের প্রস্তুতির জলজ্যান্ত দৃষ্টান্ত। বায়ুসেনা যেকোন আবহাওয়া এমনকি, আকাশে কালো মেঘ থাকলেও সঠিক লক্ষ্য ভেদ করবে। ২৬ ফেব্রুয়ারি বালাকোটে আমরা এই কাজ করে তার প্রমাণ দিয়েছি। ধানোয়া বলেন, আমি সমস্ত জেনারেল এর মতই এবার শেষ যুদ্ধ  করার জন্য প্রস্তুত।
প্রসঙ্গত, বালাকোটে ভারতীয় বায়ুসেনা পরিচালিত এয়ার স্ট্রাইকের পর পাকিস্তান তাদের অত্যাধুনিক ফাইটার জেট এফ-১৬ দিয়ে ভারতে হামলার ছক কষছিল। কিন্তু ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান এফ-১৬ এর থেকে অনেক কম শক্তিশালী বিমান মিগ-২১ দিয়ে পাক যুদ্ধ বিমানকে ধ্বংস করেছিলেন।
ভারতীয় বায়ুসেনার এই আঘাতের পর পাকিস্তান এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ থেকে তাদের সমস্ত বায়ুসীমা তারা বন্ধ করে দিয়েছিল। এরপর ভারতীয় বায়ুসেনার ঘাঁটি থেকে ভারতীয় ফাইটার জেট না সরালে তারা বায়ু সীমা খুলবে না বলে জানিয়ে দিয়েছিল। যদিও আজ মঙ্গলবার তারা তাদের বায়ু সীমা খুলে দেয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.