Header Ads

ত্রিপুরা সীমান্তে আটক ১২ রোহিঙ্গার দায়িত্ব নিয়ে টানাপোড়েন বিএসএফ-বিজিবির, আপাতত রাজ্যের গ্রামে আশ্রয়

আগরতলা, ২২ জুলাই (হি.স.) : বাংলাদেশ থেকে ত্রিপুরার সিপাহিজলা জেলার পুটিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে আটক রোহিঙ্গাদের নিয়ে আজ রবিবারও কোনও ফয়সালা হয়নি। ১২ জন রোহিঙ্গাকে আপাতত ভারত-বাংলা সীমান্তের জিরো পয়েন্টে জনৈক মানিক মিয়াঁর বাড়িতে মাথা গোঁজার ঠাই দেওয়া হয়েছে। সূত্রের খবর, আগামীকাল সকালে বিএসএফ-বিজিবির মধ্যে ফের ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার থেকে ওই রোহিঙ্গাদের দায়িত্ব কে নেবে, এই বিতর্কে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী টানাহ্যাঁচড়া করছে। তবে, মানবিকতার খাতিরে ১২ জন রোহিঙ্গাকে সীমান্তের জিরো পয়েন্টে আশ্রয় দেওয়া হয়েছে। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের জিরো পয়েন্টে গত বৃহস্পতিবার থেকে নারী, পুরুষ ও শিশু-সহ ১২ জন রোহিঙ্গা অবস্থান করছিলেন। বিএসএফ-এর ডিআইজি সিএল বেলওয়া জানিয়েছেন, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের গৌরাঙ্গলা সীমান্তের ২০৫৩ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ওই রোহিঙ্গারা ত্রিপুরায় প্রবেশের চেষ্টা করছিলেন। বাংলাদেশে নিরাপত্তাহীনতায় তারা এ-পাড়ে আসতে চাইছিলেন। তিনি জানান, রোহিঙ্গাদের মধ্যে ২ জন পুরুষ, ৫ জন মহিলা এবং ৫ জন শিশু রয়েছে। তাদের মধ্যে একজন বৃদ্ধও আছেন।
এদিকে কলমচৌড়া থানা সূত্রের খবর, বিজিবি বলছে, রোহিঙ্গারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। অন্যদিকে, বিএসএফ-এর দাবি, তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছে। এই টানাপোড়েনে রোহিঙ্গাদের ঠিকানা কোথায় হবে সেই বিতর্কের অবসান হচ্ছে না।
সূত্রের খবর, রোহিঙ্গাদের দায়িত্ব কে নেবে তা নিয়ে বিএসএফ-বিজিবি দফায় দফায় বৈঠক করেছে। আপাতত তাদের জিরো পয়েন্টে মানিক মিয়াঁর বাড়িতে ঠাঁই দেওয়া হয়েছে। তাদের খাবারের পাশাপাশি চিকিৎসার ব্যবস্থাও করেছে বিএসএফ। এ-বিষয়ে বিএসএফ টুআইসি অরুণ ভার্মা জানান, ওই রোহিঙ্গাদের ভারতীয় সীমান্তে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে, তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিএসএফ। তিনি জানান, আগামীকাল দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর বৈঠক হবে। তাঁর আশা, ওই বৈঠকে রোহিঙ্গাদের নিয়ে ফয়সালা হতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.