ভারতে বন ধ্বংসের ৭৫ শতাংশ শিকার উত্তরপূর্ব, শীৰ্ষে অসম
গুয়াহাটি, ২২ জুলাই (হি.স.) : গত ১৮ বছরে ভারতবর্ষ যত সবুজ বনানির আচ্ছাদন হারিয়েছে, তার মধ্যে সবচেয়ে সর্বোচ্চ স্থান উত্তর-পূর্বাঞ্চলের, ৭৫ শতাংশ। এর চেয়েও ভয়াবহ তথ্য, এই ৭৫ শতাংশের মধ্যে শীর্ষ স্থান দখল করেছে অসম। বন্যা, ভূমিকম্প, সৰ্বাধিক ভূমিকম্পপ্ৰবণ অঞ্চলে বৃহৎ নদীবাঁধ ইত্যাদি নিয়ে যখন চৰ্চা ইত্যাদি চলছে, তখন বিশ্বব্যাপী বন ধ্বংস নিরীক্ষণকারী ওয়েব অ্যাপ গ্লোবাল ফরেস্ট ওয়াচ-এর এক জরিপে এই ভয়াবহ তথ্য প্রকাশ হয়েছে। তথ্য বলছে, উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম প্রধান রাজ্য অসমের বন আবরণ (ট্রি কভার) বিলুপ্তির শীৰ্ষে।
ওয়েব অ্যাপ গ্লোবাল ফরেস্ট ওয়াচ-এর জরিপ তথ্য বলছে, ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে অসম হারিয়েছে ২,৩৮৮.২৬ বৰ্গ কিলোমিটার এলাকার বন আবরণ। এছাড়া মিজোরামও হারিয়েছে সৰ্বাধিক গাছগাছালি। মিজোরাম ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত হারিয়েছে ১,৩৯২ বৰ্গ কিলোমিটার এলাকার গাছ। ২০০০ থেকে ২2০১৮ সালের সময়কালে সমগ্ৰ ভারত হারিয়েছে ১৬,৭৪৪ বৰ্গ কিলোমিটার এলাকার বন আচ্ছাদন। এর মধ্যে ১২,৫২৩ বৰ্গ কিলোমিটার অৰ্থাৎ ৭৪.৭ শতাংশ এক উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির।
আমেরিকার ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ল্যান্ডসেট ইমাজারি এবং রিমোট সেন্সিং অ্যালগরিদম-এর সহায়তায় এই জরিপ চালানো হয়েছিল। গ্লোবাল ফরেস্ট ওয়াচ হল বিশ্বজুড়ে বনধ্বংস নিরীক্ষণকারী এক ওয়েব অ্যাপ্লিক্যাশন। এই ওয়েব অ্যাপ্লিক্যাশন-এর উদ্যোক্তা হচ্ছেন মেকআৰ্থার ফাউন্ডেশন নামে আমেরিকান ফান্ডিং এজেন্সির অর্থানুকূল্যে পরিচালিত ওয়ার্ড রিচার্জেজ ইনস্টিটিউট। প্ৰকল্পটির সঙ্গে ইউনিৰ্ভাসিটি অব মেরিল্যান্ড ছাড়াও গুগল, ইউএসএইড ইত্যাদি সংস্থাও জড়িত।









কোন মন্তব্য নেই