Header Ads

কর্ণাটকে গভীর সংকটে, কংগ্ৰেস - জেডিএস সরকার, ইস্তফা ১১ বিধায়কের

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
কর্ণাটকে গভীর সংকটে কংগ্রেস - জনতা দল ইউনাইটেড জোট সরকার । ইস্তফা দিলেন দুই দলের মোট ১১ বিধায়ক । এদের মধ্যে ৮-জন জেডিএস ও ৩ বিধায়ক কংগ্রেসের । বিধায়কেরা বিধানসভা অধ্যক্ষের অফিসে ইস্তফা জমা দিয়েছেন । যদিও  সে সময় অধ্যক্ষ তাঁর অফিসে উপস্থিত ছিলেন না। বিধায়কদের ইস্তফা গ্রহণ করা  হলে গভীর সংকটে পড়ে যাবে  সরকার । যার জেরে বিজেপি সরকার গঠনের দাবি জানাতে  পারে ।

২২৪ জন বিধায়কের কর্ণাটক বিধানসভায় জেডিএস -কংগ্রেসের মোট বিধায়কের সংখ্যা ১১৬ জন । ১১৩ -জন বিধায়ক দরকার সরকার টিকিয়ে  রাখার জন্য । কর্নাটকে কংগ্রেসের রয়েছে ৭৮ বিধায়ক, জেডিএস -এর ৩৭ জন, বিএসপি-র ১ -জন,নির্দল-১ জন, কেপিজে-১ জন ও স্বয়ং অধ্যক্ষ । বিজেপি বিধায়কেরা সংখ্যা ১০৫ জন।

গতবছর মে মাসে জোট সরকার গঠনের পর থেকেই টালমাটাল অবস্থা জোট সরকারের । তবে আগেও টালমাটাল পরিস্থিতি সামলে দেওয়ার অন্যতম কারিগর কংগ্রেসের ডি কে শিবকুমার জানিয়েছেন, কোন সংকট নেই । তিনি বিধায়কদের সঙ্গে দেখা করেছেন । কেউ ইস্তফা দিচ্ছেন না।

কংগ্রেসের পুরনো নেতা বিধায়ক রামলিঙ্গ রেড্ডিও ইস্তফা দিয়েছেন । তাঁর মেয়ে সোমায়া রেড্ডিও বিধায়ক ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.