পাহাড় লাইনে কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে এনিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে
বিপ্লব দেব, হাফলংঃ লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে ট্রেন চলাচল কবে নাগাদ শুরু হবে এনিয়ে রয়েছে এখন প্রবল অনিশ্চয়তা। উত্তর পূর্ব সীমান্ত রেল আগামী ১৬ জুলাই পর্যন্ত পাহাড় লাইনে সব ধরনের ট্রেন চলাচল বাতিল করে দেয়। কিন্তু প্রচণ্ড বর্ষনের দরুন ধস বিধ্বস্ত এলাকায় কাজ করতে গিয়ে রেল কর্মীদের প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। এতেই সংশয় দেখা দিয়েছে আদৌ আগামী ১৬ জুলাই লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে ট্রেন চলাচল সচল হয়ে ওঠবে কিনা এনিয়ে রয়েছে ব্যাপক প্রশ্নচিহ্ন।
উল্লেখ্য, গত ১২ জুলাই নাগাড়ে বর্ষনের দরুন নিউহাফলং ও জাটিঙ্গা লামপুরের মধ্যবর্তী ১১০/৪-৫ কিলোমিটার অংশে ১০০ মিটার জায়গা জুড়ে রেলট্র্যাকের নীচের মাটি পাহাড় থেকে নেমে আসা জলে ধসিয়ে নিয়ে যাওয়ার জেরে পাহাড় লাইনে গত তিন দিন থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতার রেলট্র্যাক মেরামতির কাজ করে চললে ও বৃষ্টি কাজে বিঘ্ন ঘটাচ্ছে। বর্তমানে নিউহাফলং ও জাটিঙ্গা লামপুরের মধ্যে ১১০/৪-৫ কিলোমিটার অংশের কাজের যা অগ্রগতি এতে করে ১৬ জুলাই লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে ট্রেন চলাচল শুরু হওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বর্তমানে নিউহাফলং ও জাটিঙ্গা লামপুরের মধ্যবর্তী অংশে রেলট্র্যাক তুলে ফেলা হয়েছে এবং সে জায়গায় মাটি ভড়াট সহ রেল ট্র্যাকের পাশে ধসে যাওয়া মাটি পাথর ও নেট দিয়ে আটাকানোর চেষ্টা করা হচ্ছে। পাহাড়ে বৃষ্টি অব্যাহত এখনও মাটি ধসে পড়ছে। তাই বৃষ্টি বন্ধ না হলে লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে পুনরায় রেল চলাচল শুরু হতে কিছুদিন লেগে যেতে পারে বলে রেলসুত্রে জানাগেছে। তবে বর্তমানে পাহাড় লাইনের ধস বিধ্বস্ত এলাকা বিপদজনক অবস্থায় রয়েছে এই অবস্থায় আগামী এক সপ্তাহের আগে কোনও অবস্থায় পাহাড় লাইনে রেল পরিষেবা সচল হওয়ার কোনও সম্ভাবনা প্রায় এক প্রকার নেই বললেই চলে। তবে সবকিছু নির্ভর করছে বৃষ্টির উপর জানা গেছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ সূত্রে।









কোন মন্তব্য নেই