কাছাড় জেলার বড়খলায় হিন্দু সংহতির জাগরণ সভা অনুষ্ঠিত
নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ রবিবার আসামের কাছাড় জেলার বড়খলায় হিন্দু সংহতির ডাকে এক জাগরণ সভার আয়োজন করা হয়। বড়খলার নৃমাতা মন্দির প্রাঙ্গনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন হিন্দু সংহতির বরাক ভ্যালির সভাপতি সম্রাট দত্ত। অতিথিদের মধ্যে ছিলেন সমাজসেবী সংস্থার সদস্য বিশালানন্দ চৌধুরী ও বিজ্ঞান শিক্ষক অভিজিৎ দাস। শিক্ষক অভিজিৎ দাস নারী সমাজের সম্মান ও সুরক্ষার জন্য সবাইকে অগ্রণী ভূমিকা নিতে হবে বলে বলেন তিনি। এছাড়াও নারীদের আত্ম রক্ষামূলক বিভিন্ন কলা কৌশল শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করার সাথে সাথে যুবকদের সংঘটিত ভাবে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। বরাকের সংঘটন সভাপতি সম্রাট দত্ত হিন্দু সমাজে মধ্যে থাকা বিভিন্ন জাতি ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে এক শক্তিশালী সংঘটন গড়ে তোলার আহ্বান জানান। তিনি দিন দিন বেড়ে চলা নারী ধর্ষণ নিয়ে গভীর চিন্তা ব্যক্ত করেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুপ দাস, জিত দাস, করণ দে সহ আরও অন্যরা।









কোন মন্তব্য নেই