Header Ads

পরিবর্তন হলো কয়েকটি রাজ্যের রাজ্যপালের


নয়া ঠাহর প্রতিবেদন। কয়েকটি রাজ্যের রাজ্যপালের মধ্যে ব্যাপক পরিবর্তন করা হয়েছে। উত্তর প্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্তি দেওয়া  হয়েছে আনন্দিবেন প্যাটেলকে । পশ্চিমবঙ্গের রাজ্যপালে হিসেবে  নিযুক্তি দেওয়া হয়েছে জগদ্বীপ ধানখারকে। ত্রিপুরার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছে রমেশ বাইসকে। মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন লালজী টেগুন ।আর বিহারের রাজ্যপাল হিসাবে ফাগু চৌহানকে নিযুক্ত দেওয়া হয়েছে। এদিকে  নাগাল্যান্ডের রাজ্যপালের দায়িত্ব দেয়া হয়েছেআরএন রবিকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.