গৌহাটি বিশ্ববিদ্যালয়ে উত্তর পূর্ব দিব্যাংগ সম্মেলন সম্পন্ন
নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি।হেল্থ ইন্ডিয়া ক্রনিকেল এর উদ্যোগে সম্প্রতি দুদিনের উত্তরপূর্ব সম্মেলন সম্পন্ন হয়ে যায় গোহাটি বিশ্ববিদ্যালয়ের ফণিধর দত্ত প্রেক্ষাগৃহে।দিব্যাংগদের আত্মনির্ভর করার উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উত্তর-পূর্বাঞ্চলের দিব্যাংগদের জন্য কাজ করছে এমন সরকারি এবং বেসরকারি সংস্থা এই সম্মেলনে অংশগ্রহণ করে ।রাজ্যের অনেক দিব্যাংগ এই সম্মেলনে অংশগ্রহণ করেন ।এদের কিভাবে আত্মনির্ভর করা যাতে পারে ও তাদের উন্নতির জন্য আর কি কি সাহায্য করা উচিত সরকারী এবং বিভিন্ন বেসরকারি সংস্থা সমূহের বিভিন্ন প্রকল্প দ্বারা কিভাবে লাভান্বিত হতে পারে এই সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়।দি ব্যাংরাও সাধারণ লোকের মতো লোক বিভিন্ন সুবিধা নিতে পারে এ নিয়েও বিস্তৃতভাবে আলোচনা করা হয় এই সম্মেলনে আসাম সরকারের মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়া ,গৌহাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মৃদুল হাজারিকা ,বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই