উত্তাল মহাবাহু, আর অল্প বৃষ্টি হলেই জল স্পর্শ করবে এম জি রোডকে
নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি ।প্রতি মুহূর্তে বাড়ছে ব্রহ্মপুত্রের জলস্তর আর অল্প বৃষ্টিপাত হলেই ব্রহ্মপুত্রের জল স্পর্শ করবে এম জিরোডকে ।রবিবার দুপুরে কেন্দ্রীয় জল আয়োগের রেকর্ড করা জল স্তর ছিল ৫০.৩৫ সেন্টিমিটার। ২০১৪ সালের সর্বোচ্চ রেকর্ড করা জলের পরিমাণ থেকে এবার জল স্তর অনেক বেড়েছে ব্রম্মপুত্রের। অর্থাৎ গতবারের রেকর্ড এবার ভেঙে ফেলেছে মহাবাহু। । কালীপুরের মন্দিরের সামনে প্রতিষ্ঠা করা হয়েছিল অনন্ত নাগের ওপর বিষ্ণু ও লক্ষীর মূর্তি।সেই মূর্তিকে স্পর্শ করেছে জল তবে মূর্তি অক্ষ্ত রয়েছে ওদিকে ভূতনাথ শ্মশানে ও আলফ্রেস্কোর উদ্যানে এক হাঁটু জল হয়েছে। মাছখোয়া স্থিত আজান পীরের উদ্যানেও ভর্তি জল। ফাঁসি বাজারের পদ পথের দোকান তুলে দেওয়া হয়েছে । ওদিকে জল দেখতে ভিড় জমিয়েছে লোকরা। পান্ডু টেম্পল ঘাটেও জল ঢুকতে শুরু করেছে। ফলে চিন্তিত মহানগরবাসী।
ওদিকে নগরের উজান বাজার স্থিত ২০৪বছরের পাইকারী মাছের বাজারে জল ঢুকে ভাসিয়ে নিয়েছে মাছ বাজার।
আহোম রাজার দিনে ১৮১৫সনে স্থাপিত হয়েছিল এই মাছের বাজার।এই বাজারে প্রায় ৭০জন মাছ ব্যবসায়ী মাছ বিক্রী করে জীবিকা অর্জন করছে।
ওদিকে নগরের উজান বাজার স্থিত ২০৪বছরের পাইকারী মাছের বাজারে জল ঢুকে ভাসিয়ে নিয়েছে মাছ বাজার।
আহোম রাজার দিনে ১৮১৫সনে স্থাপিত হয়েছিল এই মাছের বাজার।এই বাজারে প্রায় ৭০জন মাছ ব্যবসায়ী মাছ বিক্রী করে জীবিকা অর্জন করছে।
কোন মন্তব্য নেই