Header Ads

মহাধুমধামে রথযাত্রা পালন কাটিগড়ার বুরুঙ্গায়

নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ শুক্রবার আসামের কাটিগড়া বিধানসভার বুরুঙ্গাতে উল্টোরথ উপলক্ষে অনুষ্টিত হয় 'মহারথ মিলন মহোৎসব'। অনুষ্টানটির আয়োজন করে বুরুঙ্গার 'ওয়াসাক' যুব সংঘটন। ঐ দিন অনুষ্টিত হয় এক জাকালো সাংস্কৃতিক অনুষ্টান। অনুষ্টানে এলাকার ছোট বড় শিল্পীরা রাধাকৃষ্ণের লিলা নৃত্য সহ বিষ্ণুপ্রিয়া মনিপুরী সম্প্রদায়ের বিভিন্ন ধরণের কলা ও সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করে। অনুষ্টানে বিচারকের ভূমিকায় ছিলেন সুজাতা সিনহা।ঐ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পায় টিকর বুরুঙ্গা, দ্বিতীয় পশ্চিম মোহনপুর।অন্য বিভাগে প্রথম পুরস্কার পায় পূর্ব মোহনপুর। 
বিজয়ী দলের হাতে ট্রফি ও প্রশংসাপত্র তুলে দেওয়ার সাথে বাকীদের সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। ঐ দিন বিভিন্ন এলাকা থেকে ছয়টি সুসজ্জিত রথ মিলনস্থলে এসে পৌছায়। প্রাকৃতির প্রতিকূলতা থাকা সত্বেও এদিনের উৎসবে উপছে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন আয়োজক সংস্থার প্রাক্তন সভাপতি বরুণ সিংহ, বিশিষ্ট অতিথি তথা শিল্পপতি চন্দ্রকান্ত সিনহা, প্রাক্তন পুলিশ আধিকারিক পুতুল সিনহা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অনুসেনা রাজকুমার, সমাজসেবী টনি রাজকুমার, অবসরপ্রাপ্ত কৃতি শিক্ষক  জয়দ্বজ সিনহা প্রমূখ। অন্যদের মধ্যে ছিলেন প্রনয় সিনহা,রবিসেনা সিনহা,পুতুল সিনহা, সমরজিৎ সিনহা, রঞ্জন শর্মা ও নবীন সিনহা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.