Header Ads

বরাক নদীর অন্নপূর্ণাঘাটে বিপদসীমার উপরে


নয়াঠাহর প্রতিবেদন, শিলচর: বরাক নদী অন্নপূর্ণাঘাটে বিপদসীমা লঙ্গন করেছে দুপুর তিনটেয়। বর্তমানে গোটা উপত্যকা কৃত্রিম বন্যায় প্লাবিত। শিলচর শহরতলীর অধিকাংশ জলের তলায়। উপত্যকার প্রতিটি বাঁধ মেরামত ও নির্মানকাজে জলসম্পদ বিভাগ ও বন্যা নিয়ন্ত্রন বিভাগের ব্যাপক দূর্নীতি ও সরকারি অর্থের অপচয়ের ফলে আজ সাধারণ বৃষ্টিপাতে বন্যায় ভয়াবহ রূপরেখা তৈরী হয়ে জন দূর্ভোগ চরমে। তবে তিন জিলার জিলাশাসক ও প্রশাসন তৎপরতায় থাকলেও প্রাকৃতিক দূর্যোগ সময়কালে কতটুকু নিয়ন্ত্রন সম্ভব হবে তা নিয়ে ব্যাপক আতঙ্কিত বন্যার কবলিত ভূক্তভোগীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.