ধস নামার দরুন আগামী ১৬ জুলাই পর্যন্ত পাহাড় লাইনে সব ট্রেন বাতিল করে দেয় উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ
বিপ্লব দেব, হাফলংঃ লামডিং-শিলচর-আগরতলা ব্রডগেজ রেলপথে আগামী ১৬ জুলাই পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বাতিল করে দিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। এক নাগাড়ে বৃষ্টির জেরে শুক্রবার সকাল সাড়ে নয়টা নাগাদ জাটিঙ্গা লামপুর ও নিউহাফলঙের মধ্যবর্তী ১১০/৪-৫ কিলোমিটার অংশে ১০০ মিটার এলাকা জুরে রেল ট্র্যাকের নীচের মাটি সড়ে যায় তাছাড়া রেলপথের আরো দুই তিন জায়গায় রেল ট্র্যাকের পাশে মাটি ভেঙ্গে চলে যাওয়ায় পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
রেলকর্মীরা যুদ্ধকালীন ভাবে রেল ট্র্যাক মেরামতির চেষ্টা চালিয়ে গেলে ও বৃষ্টির দরুন মেরামতির কাজে সমস্যা হচ্ছে। তাই রেলপথটি মেরামতি করে সচল করে তুলতে আগামী ১৬ জুলাই পর্যন্ত রেলপথে ব্লক নেওয়া হয় বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সুত্রে জানা গিয়েছে। তাই আগামী ১৬ জুলাই পর্যন্ত লামডিং-শিলচর-আগরতলা ব্রডগেজ রেলপথে ট্রেন চলাচল বাতিল করে দেয় উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।
এদিকে ধস নেমে রেল চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রী দূর্ভোগ চরম আকার ধারণ করেছে। আর এই সুযোগ নিয়েই হাফলং-শিলচরের মধ্যে চলাচলকারী ক্রুইজার চালকরা হাফলং শিলচরের মধ্যে ২৫০ টাকা ভাড়ার জায়গায় ৫০০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে শনিবার অনেক যাত্রী এই অভিযোগ করেছেন। বেহাল সড়ক ও বিপদের ঝুঁকি নিয়ে ৫০০ টাকায় হাফলং থেকে অনেকে শিলচর যেতে বাধ্য হচ্ছেন। ক্রুইজার চালকদের এধরনের দৌরাত্ম্যের দরুন ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে অনেকে এনিয়ে বিহিত ব্যবস্থা গ্রহন করার জন্য জেলাপ্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।









কোন মন্তব্য নেই