Header Ads

রেলকে ব্যক্তিগত করনের বিরোধিতায় রেলওয়ে মজদুর ইউনিয়ন মহিলা শাখার প্রতিবাদ ।



নয়া ঠাহর প্রতিবেদন ,গুয়াহাটি।।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ভারতীয় রেলকে ব্যক্তিগতকরণের প্রচেষ্টাকে  সমস্ত রেল শ্রমিকরাই  বিরোধিতা করেছে। এর ফলে সমগ্র দেশ জুড়ে সপ্তাহজোড়া এর প্রতিবাদী কার্যক্রম অব্যাহত রয়েছে  ।রেল শ্রমিকের একমাত্র শক্তিশালী সংগঠন অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের আহবানে পালন করার প্রতিবাদী কার্যসূচির অংশ হিসেবে রেলওয়ে মজদুর ইউনিয়ন শুক্রবার মালিগাঁও স্থিত এনএফ রেলের এর মুখ্য কার্যালয়ের সামনে মহিলারা  মুখে কাপড় বেঁধে প্রতিবাদ সাব্যস্ত করে। মজদুর ইউনিয়নের মহিলা শাখার সম্পাদিকা অসমী আহমেদের নেতৃত্বে শতাধিক মহিলারা মুখে কালো কাপড় বেঁধে এক প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। মালিগাঁও স্থিত রেলের মুখ্য কার্যালয়ের প্রাঙ্গণে এই প্রতিবাদী কার্যসূচিতে এনএফ রেলওয় মজদুর ইউনিয়নের নেতা তথা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী ,কল্পনা রাজকুমারের সাথে  অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই প্রতিবাদী কার্যসূচির সাথে সঙ্গতি রেখে অনুষ্ঠিত করা এক  প্রতিবাদী সভাতে কেন্দ্রীয় সরকারের ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি এবং অর্থনৈতিক রুপরেখা স্বরূপকে রেলকে ব্যক্তিগত করনের সিদ্ধান্তকে তীব্র ধিক্কার জানিয়েছেন মজদুর ইউনিয়নের মহিলা শাখা, এবং এর সাথে শীঘ্রই দেশের শ্রমিক বিরোধী নীতি প্রত্যাহার করার দাবি জানায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.