Header Ads

মারা গেলেন বাংলাদেশের প্রাক্তন স্বৈরাচারী শাসক জেনারেল এরশাদ

নয়া ঠাহর প্রতিবেদন: বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি স্বৈরাচারী শাসক হিসাবে পরিচিতি পাওয়া জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ (৮৯) আর নেই। রবিবার সকালে তিনি ঢাকার সামরিক হাসপাতালে মারা যান।
১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহারে জন্মেছিলেন জেনারেল এরশাদ । পরে তাঁর  পরিবার রংপুর চলে যায়। ১৯৮২ সালের ২৪ মার্চ বাংলাদেশের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতায় এসেছিলেন তিনি । পরে, ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর নিজেই রাষ্ট্রপতি হিসাবে নিজেকে ঘোষণা করেছিলেন। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশ জুড়ে চলা স্বৈরাচারবিরোধী আন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এরপর কয়েকবছর জেলেও থাকেন তিনি । বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান জেনারেল এরশাদ রাজনীতির বাইরেও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ছিলেন এক বর্ণময় চরিত্র ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.