Header Ads

প্রিন্সেস ডায়না ফিরে এসেছেন মৃত্যুর ২২ বছর পর! জাতিস্মর বিলির কথায় বিস্ময়

বিশ্বদেব চট্টোপাধ্যায় : এ শিশুর মুখের কথা শুনে বিস্মিত হবেনই, চমকেও উঠতে পারেন। এই শিশু বলে কী! অস্ট্রেলিয়ার এই শিশু নাকি পূর্ব জন্মে ছিল প্রিন্সেস ডায়না। মাত্র চার বছর বয়সেই সে গড়গড় করে বলে চলেছে, ডায়নার জীবন কথা। যা শুনে সবাই হতবাক। চার বছরের বিলি কোনও সাধারণ শিশু নয়। প্রিন্সেস ডায়না আবার ফিরে এসেছেন এ পৃথিবীতে।
বছর চারেকের বিলির বাবা ডেভিড ক্যাম্পবেল অস্ট্রেলিয়ার টিভি সঞ্চালক বলেন, মাত্র দু-বছর বয়স থেকে নিজেকে প্রয়াত ব্রিটিশ প্রিন্সেস ডায়ানা দাবি করে আসছে সে। কিন্তু শুধু মুখের কথা নয়, ডায়ানার জীবনে এমন কিছু ঘটনার বর্ণনা সে দিয়েছে, যা শুনলে অবাক হতে হয়। 
ক্যাম্পবেল লেখেন, তখন দু-বছর বয়স বিলির। হঠাৎ একদিন ডায়নার ছবিতে আঙুল দেখিয়ে বিলি বলে, এটা আমি। তখন আমি রাজকন্যা ছিলাম। বিলির কথাবার্তা শুনে অনেকেই তাকে জাতিস্মর বলে দাবি করে। ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে কোন ধারণা থাকার কথা নয় তার। 
অথচ তিনি বলেন, 'জন' নামে তার এক ভাই ছিল। অদ্ভুত ব্যাপার হল ডায়ানার ভাইয়ের নাম ছিল জন। ডায়ানার দুই ছেলে উইলিয়াম ও হ্যারির নামও বলে দিয়েছে বিলি। প্রিন্সেসের বাসভবনেরও হুবহু বর্ণনা দিয়েছে সে। প্রাসাদের কারুকার্যের পুঙ্খানুপুঙ্খ বর্ণনাও দিয়েছে বিলি। উল্লেখ্য, ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে দুর্ঘটনায় প্রাণ হারান ডায়না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.