বেঙ্গালুরুতে আটক কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক রোশন বেগ
নয়া ঠাহর ডেস্কঃ
কর্নাটকে চলতি রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক হলেন কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক রোশন বেগ। তাঁকে বিশেষ তদন্তকারী দল ( সিট) বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটক করেছে ।
গত মে মাসে কংগ্রেসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একরাশ অভিযোগ উগড়ে দিয়ে কংগ্রেস থেকে সাসপেন্ড হয়েছিলেন রোশন বেগ।
সাসপেন্ড হওয়া বিধায়ক রোশন বেগ আটক হওয়ার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ট্যুইট করে অভিযোগ করেছেন, বেআইনি অর্থলগ্নি সংস্থার দুর্নীতির তদন্তের স্বার্থে রোশন বেগমকে আটক করা হয়েছে । কর্ণাটকের বিজেপি প্রধান বি এস ইয়েদুরিয়াপ্পার ব্যক্তিগত সচিব সন্তোষের সঙ্গে একটি ব্যক্তিগত বিমানে করে মুম্বাই যাওয়ার চেষ্টা করছিলেন তিনি । কিন্তু বেগ ধরা পড়লেও সন্তোষ পালিয়ে যান।
বেআইনি অর্থলগ্নি সংস্থার কোটি কোটি টাকার দুর্নীতির মাথা মহম্মদ মনসুর খান অভিযোগ করেছিলেন, দুর্নীতিতে রোশন বেগ জড়িত ।
বিজেপি অবশ্য যথারীতি কুমারস্বামীর দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে, রোশন বেগের সঙ্গে সন্তোষ ছিলেন কিনা তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক। রোশন বেগ অবশ্য বিজেপি -র দিকে তাঁর সমর্থনের কথা আগেই জানিয়েছিলেন।
কর্নাটকে চলতি রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক হলেন কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক রোশন বেগ। তাঁকে বিশেষ তদন্তকারী দল ( সিট) বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটক করেছে ।
গত মে মাসে কংগ্রেসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একরাশ অভিযোগ উগড়ে দিয়ে কংগ্রেস থেকে সাসপেন্ড হয়েছিলেন রোশন বেগ।
সাসপেন্ড হওয়া বিধায়ক রোশন বেগ আটক হওয়ার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ট্যুইট করে অভিযোগ করেছেন, বেআইনি অর্থলগ্নি সংস্থার দুর্নীতির তদন্তের স্বার্থে রোশন বেগমকে আটক করা হয়েছে । কর্ণাটকের বিজেপি প্রধান বি এস ইয়েদুরিয়াপ্পার ব্যক্তিগত সচিব সন্তোষের সঙ্গে একটি ব্যক্তিগত বিমানে করে মুম্বাই যাওয়ার চেষ্টা করছিলেন তিনি । কিন্তু বেগ ধরা পড়লেও সন্তোষ পালিয়ে যান।
বেআইনি অর্থলগ্নি সংস্থার কোটি কোটি টাকার দুর্নীতির মাথা মহম্মদ মনসুর খান অভিযোগ করেছিলেন, দুর্নীতিতে রোশন বেগ জড়িত ।
বিজেপি অবশ্য যথারীতি কুমারস্বামীর দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে, রোশন বেগের সঙ্গে সন্তোষ ছিলেন কিনা তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক। রোশন বেগ অবশ্য বিজেপি -র দিকে তাঁর সমর্থনের কথা আগেই জানিয়েছিলেন।








কোন মন্তব্য নেই