মৌসিনরামে খাদ্য সরবরাহ সংকটের মুখ, অভিযোগ স্থানীয় বিধায়কের
নয়া ঠাহর প্রতিবেদন : বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া মেঘালয়ার মৌসিনরামে গত কিছুদিনের টানা বৃষ্টিপাতের জেরে এলাকার সড়ক যোগাযোগে প্রভাব পড়েছে। অনেক জায়গায় জলের তোড়ে ভেসে গেছে কালভার্ট। রাস্তায় কোথাও কোথাও ধস নেমেছে ।
ডাঙ্গার থেকে রিংকু অবধি সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ। যার জেরে খাদ্য সরবরাহ বাধাপ্রাপ্ত হচ্ছে বলে জানিয়েছেন এলাকার বিধায়ক এইচ এম শাংপ্লিয়াং। জেলাশাসককে অবিলম্বে ত্রাণ পাঠানোর অনুরোধ করেছেন বিধায়ক । ধুলাই, লালপানি, সোনাতলা এলাকার কালভার্ট জলের তোড়ে ধুয়ে গেছে। কয়েক হাজার মানুষ এর জেরে বিপাকে পড়েছেন । বিধায়ক নিজ উদ্যোগে চাল, চিনি ও লবন ইত্যাদি পাঠানোর ব্যবস্থা করেছেন।








কোন মন্তব্য নেই