বদরপুরে স্বচ্ছ ভারত অভিযান কেশব ক্লাবের
নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়াঃ স্বচ্ছ ভারত গড়ার লক্ষে করিমগঞ্জ নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে বদরপুরের কেশব ক্লাব আয়োজন করল এক পাঁচ দিবসীয় 'স্বচ্ছ ভারত সামার ইন্টার্নশিপ পোগ্রাম'। পাঁচ দিবসীয় এই 'স্বচ্ছ ভারত সামার ইন্টার্নশিপ পোগ্রাম' ১৪ জুলাই থেকে শুরু হয়ে ১৮ জুলাই পর্যন্ত চলবে। এতে কেশব ক্লাবের সদস্যরা বদরপুর ঘাট, দেবেন্দ্র নগর সহ পার্শ্ববর্তী এলাকার ঘরে ঘরে গিয়ে সচ্ছতার উপর বিভিন্ন প্রচার চালায়। প্লাস্টিক বর্জন সহ পরিবেশ স্বচ্ছ রাখার বিভিন্ন দিকের কথা সবার সামনে তুলে ধরে কেশব ক্লাবের সদস্যরা। এতে এক আলোচনা সভারও আয়োজন করে তারা। পাঁচ দিবসীয় এই সচেতনতা অভিযানটি পরিচালনা করেন ক্লাবের সভাপতি সুব্রত দাস, সম্পাদক রোহন বিশ্বাস, শুভম মালাকার, নির্মল দাস সহ আরও অন্যরা।









কোন মন্তব্য নেই