Header Ads

কান্তি ভূষণ ভট্টাচার্যের মৃত্যুতে শোক কাটিগড়ায়

নয়া ঠাহর প্রতিবেদন, বিহাড়া: আসামের কাটিগড়া বিধানসভার চৌরঙ্গীর বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী কান্তি ভূষণ ভট্টাচার্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। বুধবার দুপুর ১২-১৫ মিনিটে নিজ বাসভবনে প্রয়াত হন তিনি। 

দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন কান্তি ভূষণ ভট্টাচার্য। দিন কয়েক আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে দিনকয়েক চিকিৎসা চলার পর বুধবার মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। কান্তি ভূষণ ভট্টাচার্য এলাকায় বিশিষ্ট সমাজসেবী হিসাবে সকলের কাছে পরিচিত ছিলেন। পঞ্চাশের দশকে কাটিগড়ার চৌরঙ্গী বাজার গঠনে মুখ্য ভূমিকায় ছিলেন তিনি। চা বিক্রেতা হিসাবে নিজের ব্যবসা জীবন শুরু হয়। পরবর্তীতে কাটিগড়া চৌরঙ্গীস্থিত মঙ্গলা বেকারি ও কেবি কমপ্লেক্স এর স্বত্বাধিকারী হিসাবে কান্তি ভূষণ ভট্টাচার্যের কর্ম জীবনে যতি পড়ে। তাঁর মৃত্যু সংবাদ চাউর হওয়ার পর শেষ দেখা দেখতে মানুষের ভিড় জমে। মৃত্যুকালে তিনি রেখে গেছেন একমাত্র ব্যবসায়ী পুত্র কমলেন্দু ভট্টাচার্য। চার কন্যা সহ পুত্রবধূ জামাতা নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধ। পুত্র কমলেন্দু ভট্টাচার্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিম কাছাড় জেলার ব্যবস্থা প্রমুখ। বুধবার বিকেলে সিদ্ধেশ্বর শ্মশান-ঘাটে  প্ৰয়াত এই সমাজকৰ্মীর অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

No comments

Powered by Blogger.