পাহাড় লাইনে শনিবার থেকে চলা শুরু করল যাত্রীরেল, ধস বিধ্বস্ত এলাকায় গতিবেগ ঘন্টায় ১০ কিলোমিটার বেঁধে দেয় রেল
বিপ্লব দেব, হাফলংঃ জাটিঙ্গা লামপুর ও নিউহারাঙ্গাজাও-য়ের মধ্যবর্তী ধস বিধ্বস্ত ১১০/৪-৫ কিলোমিটার অংশে যাত্রীবাহী ট্রেনের গতিবেগ বেঁধে দেওয়া হয়েছে ঘন্টায় ১০ কিলোমিটার। শনিবার লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে আট দিন পর যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে ওঠল তবে শনিবার শিলচর থেকে কোনও ট্রেন চলাচল করেনি। তবে আগরতলা থেকে বেঙ্গালুরু পর্যন্ত হামসফর এক্সপ্রেস ও আগরতলা থেকে শিয়ালদাহ ও শিয়ালদাহ থেকে আগরতলা পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন গুলি শনিবার ধস বিধ্বস্ত এলাকা নির্বিঘ্নে পার হয়ে যায়।
তিনটি ট্রেনই ১০ কিলোমিটার গতিবেগে নিউহারাঙ্গাজাও-জাটিঙ্গা লাপুরের ধস বিধ্বস্ত এলাকা পার হয়ে যায়। শুধু যাত্রীবাহী ট্রেন নয় এই অংশ দিয়ে মালগাড়ি চলাচলের উপর গতিবেগ বেঁধে দেওয়া হয়েছে ঘন্টায় ১০ কিলোমিটার। এদিকে শনিবার রাত সাড়ে দশটায় আগরতলা থেকে দেওঘরের উদ্দেশ্যে যাত্রা করবে দেওঘর এক্সপ্রেস। তবে রবিবার থেকে পাহাড় লাইনে সব ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে উঠবে। আজ রাত নির্ধারিত সূচি অনুযায়ী ১০টা৫৫ মিনিটে গুয়াহাটি থেকে শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার। রবিবার নির্ধারিত সূচি অনুসারে সকাল ৭ টায় শিলচর থেকে শিলচর-গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি যাত্রা করবে গুয়াহাটির উদ্দেশ্যে।
শনিবার সকালে শিয়ালদাহ থেকে ছাড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রবিবার বিকেলে শিলচর গিয়ে পৌঁছবে। তাছাড়া রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শিলচর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করবে শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস। উল্লেখ্য গত ১২ জুলাই লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে বৃষ্টির দরুন নিউহারাঙ্গাজাও ও জাটিঙ্গা লামপুরের মধ্যবর্তী স্থানে ১১০/৪-৫ কিলোমিটার অংশে ১০০ মিটার এলাকা জুরে রেলট্র্যাকের নীচ থেকে মাটি পাথর ধসিয়ে নিয়ে যাওয়ার ফলে পাহাড় লাইনে গত এক সপ্তাহ থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল।
তবে রেলমন্ত্রকের চাপে প্রায় ৫০০ রেলকর্মী দিনরাত কাজ করে রেল লাইন মেরামতি করার পর ১৮ জুলাই রাত ৮টা ৫ মিনিটে রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ ট্র্যাক সার্টিফিকেট দেওয়ার পর প্রথমে পরীক্ষা মূলক ভাবে প্রথমে ইঞ্জিন ও পরে মালগাড়ি চালানো হয়। শুক্রবার পুরোদিনে নয় দশটি মালগাড়ি চলাচল করে তারপর রাজধানী ও ত্রিবান্দ্রম এক্সপ্রেস ট্রেনের রেক আগরতলা ও শিলচর নিয়ে যাওয়া হয়। উত্তর পূর্ব সীমান্ত রেল সুত্রে জানা গিয়েছে রবিবার থেকে লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে সব কয়টি ট্রেনের যাত্রা স্বাভাবিক হয়ে উঠবে।








কোন মন্তব্য নেই