প্রশাসনিক বৈঠকে যোগ দিতে করিমগঞ্জের সীমান্ত দিয়ে বাংলাদেশের প্রতিনিধি দল ভারতে
করিমগঞ্জ, ২২ জুলাই (হি.স.) : প্রশাসনিক স্তরের বৈঠকে যোগ দিতে রবিবার করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের এক প্রতিনিধি দল ভারতে এসেছেন। সিলেট ও মৌলভিবাজারের দুই জেলাশাসক এবং শীর্ষ পুলিশ আধিকারিক-সহ ১৭ জনের প্রতিনিধি দলটি আজ বিকেল তিনটা নাগাদ ভারত ভূখণ্ডে পা রেখেছে।
ভারতের পক্ষে করিমগঞ্জের জেলাশাসক এমএস মণিভন্নন (আইএএস) সুতারকান্দিতে প্রতিবেশী দেশের প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যরর্থনা জানান। বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান মৌলভিবাজারের জেলাশাসক নাজিয়া ইয়াসমিন সংবাদ মাধ্যভমকে জানান, আগামীকাল কাছাড় জেলা সদর শিলচরে দুই দেশের আমলাদের মধ্যেপ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে দুই দেশের সীমান্ত সমস্যার, ব্যাবসা-বাণিজ্যা, অনুপ্রবেশ, চোরাকারবার-সহ সীমান্ত দিয়ে গবাদি পশু ও নেশা জাতীয় সামগ্রী পাচারের উপরই গুরুত্ব সহকারে আলোচনা হবে, জানান বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি দলের নেত্রী নাজিয়া ইয়াসমিন।








কোন মন্তব্য নেই