Header Ads

লামডিং এর বিশিষ্ট জননেতা বিজন সিংহের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন।


স্বপন দাস ,লামডিং। লামডিং এর বিশিষ্ট জননেতা বিজন সিংহের তৃতীয় মৃত্যূ বার্ষিকী দিন জোড়া কার্যসুচীর মধ্য দিয়ে পালন করা হয়। আজাদ হিন্দ পাব্লিক লাইব্রেরিতে নেতাজী  জন্মজয়ন্তী কমিটির উদ্যোগে সকাল নটায় সমবেত সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের  সুচনা করা হয়।  সংগীত পরিবেশন করেন চন্দন আইচ,অনিতা আইচ,সাগরিকা মজুমদার,পিয়ালী মজুমদার,তবলায় সহযোগীতা করেন সেন্টু আইচ। বিজন সিংহের প্রতিমূর্তি তে মাল্যদান  করেন বিধায়ক শিবূ মিস্র, বিজন সিংহের ভাতুষ্পুত্র সুভাষ সিংহ ,স্বপন সিংহ এবং বিজন সিং এর বাল্য বন্ধু  অবিনাশ মজুমদার। পুষ্পার্ঘ প্রদান করেন আজাদ হিন্দ পাব্লিক লাইব্রেরীর পক্ষে সঞ্জীব দে,নেতাজী জন্ম জয়ন্তীর ভোলানাথ চক্রবর্তী, অসীম বিশ্বাস , সুশান্ত দে, দিলীপ দাস,বিল্টু সিংহ,লামডিং পৌরসভার উপ সভাপতি উত্তমদাস,মজদুর ইউনিয়নের সুহাস দাস, পেনসনার্স এসোসিয়েসনের এস কে রাউত পেরেট গ্রুপের অজয় দে বিপ্লব চক্রবর্তী প্রমুখ। 


অনুষ্ঠানে বিজন সিংহের কর্ম অদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিধায়ক শিবু মিশ্র, সুভাষ সিংহ,বিজয় দাস,নিলু পাল। একক সংগীত পরিবেশন  করেন মন্টু লাল আচার্য। অবিনাষ মজুমদারের গীতা পাঠের পর হাসপাতালের রোগী এবং বিভিন্ন ছাত্র বাসের ছাত্রদের মাঝে ফলমুল বিতরন করা হয়। অনুষ্ঠানে বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের মুখপাত্র অভ্রনীল ছোট পত্রিকা বিজন সিংএর স্মরনে প্রকাশ করা হয়। সন্ধ্যায় ধর্মীয় সভায় অংশ নেন আন্দমার্গের ভক্তরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.