Header Ads

শ্রীলঙ্কায় গ্রেফতার প্রতিরক্ষা সচিব ও পুলিশ প্রধান

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ

ইস্টার সাইডের দিন গত ২১ এপ্রিল পরপর বিস্কোরণে কেঁপে উঠেছিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। গির্জা সহ পাঁচতারা হোটেল ছিল সেদিন জঙ্গিদের নিশানায়। বিস্কোরণের জেরে মৃত্যু হয়েছিল ২৫৮ জনের । আহতের সংখ্যা ছিল বহু ।

বিস্ফোরণের ঘটনার পরই তথ্য খোলসা হয় যে, শ্রীলঙ্কার  গোয়েন্দা সংস্থা ও ভারত শ্রীলঙ্কায় হামলা হতে পারে বলে এই আশঙ্কায় আগেই সতর্ক করেছিল কিন্তু শ্রীলঙ্কার প্রশাসন এই আশঙ্কার খবর পেয়েও নিরাপত্তা জোরদার করতে ততটা গা করেনি বলে বিস্ফোরণের পরপরই অভিযোগ উঠেছিল ।


এই ব্যর্থতার জন্য শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব হেমাশিরি ফার্নানডো ও পুলিশ প্রধান পূজিত জয়সুরেন্দ্রকে আগেই বরখাস্ত করেছিল শ্রীলঙ্কা । এবার মঙ্গলবার তাদের দুজনকেই চিকিৎসারত থাকা অবস্থায়   হাসপাতাল থেকে গ্রেফতার করল সে দেশের গোয়েন্দা বিভাগ ।

শ্রীলঙ্কার এটর্নি জেনারেল দাপুল্লা দে লিভেরার নির্দেশে এদের আটক করা হয়েছে । প্রসঙ্গত, ইসলামিক জেহাদি গোষ্ঠী ন্যাশনাল তৌহিদ জামাত বিস্ফোরণের ঘটনায় জড়িত বলে জানা গিয়েছিল ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.