বাংলাদেশে রিফাত শরীফ হত্যার ঘটনায় গ্রেফতার আরো দুই
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ স্ত্রী আয়েশার সামনেই প্রকাশ্যে রাস্তায় রামদা দিয়ে কুপিয়ে দিনে দুপুরে রিফাত শরীফকে হত্যা করেছিল দুর্বৃত্তরা গত বুধবার । ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের বরগুনা শহরের কলেজ রোডে । আয়েশার বয়ান অনুযায়ী, অনেক চেষ্টা করেও তিনি বাঁচাতে পারেননি স্বামীকে। সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি রিফাতকে বাঁচাতে ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
রিফাতের বাবা আবদুল হালিম শরীফের করা এজাহারের ভিত্তিতে পুলিশ আগেই ছয়জনকে আটক করেছিল । রোববার বরগুনা থেকেই আটক করা হয় আরো দুইজনকে। আটক দুইজন অলি ও টিকটক হৃদয় ।
এর আগে, ধরা পড়েছিল চন্দন, মোঃ হাসান, নাজমুল, সাগর, তানভীর, কামরুল হাসান । এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। তবে এখনও মূল আসামী সাব্বির রহমান নয়ন ওরফে নয়ন বন্ড অধরাই রয়েছে । কি কারণে এবং কেন এভাবে রিফাতকে হত্যা করা হল তা নিয়ে পুলিশি তদন্ত চলছে।
কোন মন্তব্য নেই