Header Ads

বাংলাদেশে রিফাত শরীফ হত্যার ঘটনায় গ্রেফতার আরো দুই

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ স্ত্রী আয়েশার সামনেই প্রকাশ্যে রাস্তায় রামদা দিয়ে কুপিয়ে দিনে দুপুরে রিফাত শরীফকে হত্যা করেছিল দুর্বৃত্তরা গত বুধবার । ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের বরগুনা শহরের কলেজ রোডে । আয়েশার বয়ান অনুযায়ী, অনেক চেষ্টা করেও তিনি বাঁচাতে পারেননি স্বামীকে। সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি রিফাতকে বাঁচাতে ।


ছবি, সৌঃ আন্তৰ্জাল
রিফাতের বাবা আবদুল হালিম শরীফের করা এজাহারের ভিত্তিতে পুলিশ আগেই ছয়জনকে আটক করেছিল । রোববার বরগুনা থেকেই আটক করা হয় আরো  দুইজনকে। আটক দুইজন অলি ও টিকটক হৃদয় ।

এর আগে, ধরা পড়েছিল চন্দন, মোঃ হাসান, নাজমুল, সাগর, তানভীর,  কামরুল হাসান । এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। তবে এখনও মূল আসামী সাব্বির রহমান নয়ন ওরফে  নয়ন বন্ড অধরাই রয়েছে । কি কারণে এবং কেন এভাবে রিফাতকে হত্যা করা হল তা নিয়ে পুলিশি তদন্ত চলছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.