Header Ads

জম্মু কাশ্মীরে খাদে মিনিবাস হত ৩৩, আহত ২২

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের কিস্তোয়াড়ের কেশোয়ান এলাকার শ্রীগওয়ারিতে একটি মিনিবাস  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে গড়িয়ে পড়লে অন্ততপক্ষে ৩৩ জন বাসযাত্রী নিহত হয়েছেন। আহতের সংখ্যা ২২।

ছবি, সৌঃ আন্তৰ্জাল
যাত্রী বোঝাই মিনিবাসটি ( JK 17-- 6787) কেশোয়ান থেকে কিস্তোয়াড় যাচ্ছিল। আহতদের কিস্তোয়াড়ের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। বর্তমানে উদ্ধারকাজ জারি রয়েছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.