Header Ads

কংগ্ৰেস সাংসদ প্ৰদ্যুৎ বরদলৈয়ের অভিযোগকে নাকজ শিল্পমন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারির, বললেন- অসমে কোনও কয়লা দুৰ্নীতি নেই

ছবি, সৌঃ ডিওয়াই৩৬৫
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ কংগ্ৰেস সাংসদ প্ৰদ্যুৎ বরদলৈয়ের অভিযোগকে উড়িয়ে দিয়ে সোমবার অসমের শিল্পমন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি সংবাদ মাধ্যমকে বললেন অসমে আর কোনও কয়লা দুৰ্নীতি নেই।

 তিনি আরও বলেন বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যের কয়লা দুৰ্নীতির ওপর চরম আঘাত হানা হয়েছে। কয়লা সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্ৰায় ১০০ জনকে এখনও অবধি গ্ৰেফতার করা হয়েছে। ৩০০র ও বেশি কয়লাবাহী ট্ৰাককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পাটোয়ারি।

 দিন দুয়েক আগে কংগ্ৰেসের নগাঁও লোকসভা কেন্দ্ৰের প্ৰাৰ্থী প্ৰদ্যুৎ বরদলৈ দাবি করেছিলেন যে কয়লা দুৰ্নীতির মূল কাজ করা হয় মুখ্যমন্ত্ৰীর দফতর থেকে। এদিন প্ৰদ্যুতের সব অভিযোগকে খারিজ করে দেন অসমের শিল্পমন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোয়ারি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.