Header Ads

খুব শীঘ্ৰই অসমের করিমগঞ্জের উন্মুক্ত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বেড়া দেওয়া হবে

নয়া ঠাহর প্ৰতিবেদন, করিমগঞ্জঃ খুব শীঘ্ৰই অসমের করিমগঞ্জ জেলায় উন্মুক্ত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বেড়া দেওয়া হবে। 

বুধবার রাজ্যের গৃহ এবং রাজনৈতিক বিভাগের অতিরিক্ত সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা ঘুরে দেখে আসেন। করিমগঞ্জের সুতারকান্দিতে ইন্টারনেশনাল ট্ৰেড সেন্টারে আয়োজিত এক বৈঠকে তিনি সীমান্ত এলাকায় উন্নয়নমূলক কি কি কাজ সম্পন্ন হয়েছে তা খতিয়ে দেখেন। এছাড়াও বিভিন্ন সমস্যার ব্যাপারেও খতিয়ে দেখেন। 
তিনি জানান-  জেলা প্ৰশাসন এবং বিএসএফ-এর সঙ্গে বৈঠকে ৪.৩৫ কিলোমিটার উন্মুক্ত সীমান্তে বেড়া দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। সেইসঙ্গে তিনি এও জানান সীমান্ত এলাকার সমস্যা সম্পৰ্কে সরকার অবগত। এদিন তিনি বিএসএফ আধিকারিক এবং করিমগঞ্জ জেলার শাসক এম এস মনিভান্নানের সঙ্গে সীমান্ত এলাকার জিরো পয়েন্ট ঘুরে দেখেন। 
তাঁদের সঙ্গে ছিলেন (বৰ্ডার) স্পেশাল ডিআইজি ভাস্করজ্যোতি মহন্তও। তিনি সীমান্তে যে কোনও ধরনের অবৈধ পাচার দেখলে বিএসএফকে তা সিজ করতে নিৰ্দেশ দিয়েছেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.