Header Ads

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন

   
  বিপ্লব দেব, হাফলংঃ হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন। শুক্রবার হাফলং সাংস্কৃতিক ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় ডিমা হাসাও জেলার মধ্যে সেরা দশে স্থান করে নেওয়া কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানোর পাশাপাশি উচ্চমাধ্যমিকে কলা বানিজ্য ও বিজ্ঞান শাখা মিলে জেলার মধ্যে সেরা দশে স্থান পাওয়া কৃতি ছাত্রছাত্রীদের বিপুল সংবর্ধনা জানানো হয় ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে। এই সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনে থাকা শিক্ষা বিভাগের দায়িত্ব প্রাপ্ত কার্যনির্বাহী সদস্য নন্দিতা গার্লোসা। এছাড়া সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়া। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে নন্দিতা গার্লোসা উদ্যোগতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আগামী বছর থেকে এই সংবর্ধনা অনুষ্ঠান ফলাফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে আয়োজন করতে কারন এবার তা অনেক দেরী হয়ে গেছে তারজন্যই এই সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি নেই কারণ বেশীর ভাগ ছাত্রছাত্রী জেলার বাইরে অন্যত্র পড়াশুনার জন্য চলে গেছেন। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে জেলাশাসক এবারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমি পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন অনেক অভিবাভক নিজের ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চায়। কিন্তু এ ক্ষেত্রে ছেলে মেয়েরা কি চাইছে সে দিকে দৃষ্টি রাখা একান্ত আব্যশক অভিবাভকদের কারণ জোর করে কিছু জিনিষ ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ছাত্রছাত্রীদের ওপর এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেন জেলাশাসক। জেলাশাসক এদিন সকল ছাত্রছাত্রীদের পড়াশুনার ক্ষেত্রে আরো বেশী মনোযোগী হওয়ার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.