Header Ads

বাস পরিষেবায় মেয়েদের জন্য ৩৫ শতাংশ ছাড় দিল এএসটিসি

ছবি, সৌঃ জিপ্লাস
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ গুয়াহাটিতে এএসটিসির বাস পরিষেবায় মেয়েদের জন্য ৩৫ শতাংশ ছাড় দিল রাজ্য পরিবহণ বিভাগ। ‘বাস পাস’-এর মাধ্যমে এই সুবিধা উপভোগ করতে পারবেন মহিলারা। এছাড়াও রাজ্য পরিবহণ বিভাগের আরও বিভিন্ন ডিজিটাল পদক্ষেপ রয়েছে ,তার মধ্যে এই সুবিধাটি ‘চলো অ্যাপ’ নামে মোবাইল অ্যাপের মাধ্যমে শুক্ৰবার মহানগরে চালু করা হয়। এই অ্যাপে এএসটিসি-র বাস কোথায় রয়েছে তা জানতে পারবেন উপভোক্তারা। মহিলারা ছাড়াও এই সুবিধা উপভোগ করতে পারবে ছাত্ৰরাও। ছাত্ৰদের জন্য এসএসটিসি-র বাস ভাড়ায় ৩০ শতাশ ছাড় রয়েছে। সিনিয়র সিটিজেনদের জন্য ৫০ শতাশ ছাড় রয়েছে। শারীরিকভাবে প্ৰতিবন্ধী এবং স্বাধীনতা সংগ্ৰামীদের জন্য ১০০ শতাংশ ছাড়, সংবাদ মাধ্যমদের জন্য বাস ভাড়ায় ৮০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।     

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.